Tap to expand সন্ধের আকাশে দেখা গেল এক অসামান্য মহাজাগতিক দৃশ্য। চাঁদের কিনারে ভেসে রইল শুক্রগ্রহ। সন্ধেবেলা যার প্রচলিত নাম সন্ধ্যতারা।
Tap to expand রাতের আকাশে শুক্রগ্রহ অসামান্য সৌন্দর্য সৃষ্টি করে। এবার 'রাতের রানি' চাঁদের সঙ্গে তার যুগলবন্দি মুগ্ধ করল আকাশপ্রেমীদের। বিশ্বের নানা প্রান্ত থেকেই দেখা গিয়েছে এই দৃশ্য।
Tap to expand অমাবস্যার দিন তিনেক পরের চাঁদের মাত্র ৯ শতাংশ ছিল দৃশ্যমান। সেই চাঁদের কাস্তের পাশে সন্ধ্যাতারার উপস্থিতি তৈরি করল অনুপম দৃশ্যকাব্য।
Tap to expand মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি। সোশ্যাল মিডিয়ায় সকলেই আপলোড করছেন ক্যামেরাবন্দি চাঁদ ও শুক্রের ছবি।
Tap to expand এই মাসের ২৫ থেকে ৩০ পর্যন্ত রাতের আকাশে দেখা যাবে আরও ম্যাজিক।
Tap to expand ওই সময় একসঙ্গে দেখা যাবে একসঙ্গে শুক্র, বৃহস্পতি, মঙ্গল, ইউরেনাস, বুধকে। যা সবথেকে পরিষ্কার দেখা যাবে ২৮ মার্চ।