Advertisement
জন্মদিনেই ভাঙল লক্ষ লক্ষ অনুরাগীর হৃদয়, কার সুরের প্রেমে মজে স্মৃতি মন্ধানা?
২৯ বছরে পা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধানা।
১৮ জুলাই ২৯ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধানা। জন্মদিনে স্মৃতিকে মিষ্টি করে শুভেচ্ছা জানালেন প্রেমিক পলাশ মুছল। দুজনের সম্পর্কের কথা বহুদিন ধরেই চর্চায়। বলিউডের সঙ্গীতজগতের অন্যতম পরিচিত মুখ পলাশের সঙ্গে স্মৃতির প্রেমকাহিনিতে মজেছে নেটপাড়া।
ইনস্টাগ্রামে প্রায়ই একসঙ্গে ছবি দেন দুজনে। জন্মদিনে স্মৃতির সঙ্গে ছবি দিয়ে পলাশ লিখেছেন, 'শুরু থেকে তুমিই আমার শান্তি ও উচ্ছ্বাস। আমার সবচেয়ে বড় চিয়ারলিডার তুমি। আমায় সবসময় অনুপ্রাণিত করো। মাঠে ও বাইরে চাপের মধ্যেও কীভাবে এগোতে, সেটা তুমি দেখিয়েছ। শান্ত থেকেও তুমি শক্তিশালী। শুভ জন্মদিন স্মৃতি।'
পলাশের আরেকটা পরিচয়, তিনি গায়িকা পলক মুছলের ভাই। দুই পরিবারের একসঙ্গে ছবিও আছে। তবে জন্মদিনে পলাশের পোস্ট যেভাবে ভাইরাল হয়েছে, তাতে স্মৃতির অনুরাগীদের অনেকের মন ভেঙেছে।
প্রায় ৬ বছরের সম্পর্ক তাঁদের। ২০২৪-এ সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তি কেক কেটে সেলিব্রেট করেছিল ক্রিকেট-সঙ্গীত জুটি। অন্যদিকে স্মৃতি নিজে পলাশের সঙ্গে প্রথম ছবি দিয়েছিল ২২ মে। সেদিন ছিল পলাশের জন্মদিন।
জানা যায়, ২০১৭-এ ভারতীয় মহিলা দল বিশ্বকাপের সময় স্মৃতির সঙ্গে পলাশের আলাপ। পরে পলকের সামনে রোমান্টিক বলিউডি গান গেয়ে স্মৃতিকে প্রেমপ্রস্তাব দেন পলাশ।
Published By: Arpan DasPosted: 04:45 PM Jul 19, 2025Updated: 04:45 PM Jul 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
