Advertisement
বাংলায় মোদির মুখে হ্যান্টা কালীর নাম, জানুন কোথায় রয়েছে এই মন্দির, মাহাত্ম্য কী?
সম্প্রতি মালদহের সভায় বক্তব্যের শুরুতে মোদির মুখে শোনা গিয়েছিল 'জয় মা মনস্কামনা, জয় মা হ্যান্টা কালী।' মোদির সেই হ্যান্টা কালীকে স্মরণের ক্লিপ বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় প্রচারে ঝাঁপিয়েছে সব দল। তালিকায় রয়েছে বিজেপিও। বাংলার বুকে সভা করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খোঁচা দিয়ে তৃণমূল বলছে, ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছেন প্রধানমন্ত্রী! মঞ্চ থেকে মা দুর্গা, মা কালীর নাম নিয়ে বাংলায় পরিবর্তনের ডাক দিচ্ছেন তিনি। তা নিয়ে কাটাছেঁড়া হচ্ছে সোশাল মিডিয়ায়।
সম্প্রতি মালদহের সভায় বক্তব্যের শুরুতে মোদির মুখে শোনা গিয়েছিল 'জয় মা মনস্কামনা, জয় মা হ্যান্টা কালী।'
সভা শেষ হতে না হতেই মোদির সেই হ্যান্টা কালীকে স্মরণের ক্লিপ বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। কেউ প্রধানমন্ত্রী ভুল উচ্চারণ করেছেন এই অভিযোগ করে কটাক্ষ করেন। বলেন, বাংলার সংস্কৃতিকে যারা জানেন না, তারা আবার কি করে বাংলা রক্ষা করবেন? কেউ আবার প্রশ্ন তোলেন, সত্যিই কি হ্যান্টা কালী বা মনস্কামনা বলে কিছু আছে?
জানেন কি, প্রধানমন্ত্রীর উচ্চারণে কোনও ভুলই ছিল না। যে মালদহের বুকে দাঁড়িয়ে হ্যান্টা কালীর নাম করেছিলেন, সেখানেই রয়েছে প্রতিষ্ঠিত মন্দির। এখানেই শেষ নয়, রয়েছে মা মনস্কামনার মন্দিরও।
জানা যাচ্ছে, আনুমানিক ৩৫০ বছরেরও বেশি পুরনো এই হ্যান্টা কালীর মন্দির। এর শুরুর সময়কাল জানা নেই এলাকার কারও। এলাকার প্রবীণ নাগরিকদের কথায়, ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর নতুন করে প্রতিষ্ঠা করা হয় হ্যান্টা কালীর মন্দির। শুরু হয় পুজো। বর্তমানে মালদহের ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে ওই মন্দির।
কথিত আছে, মালদহের চাঁচোলের রাজা শরৎচন্দ্রের তৎপরতায় শুরু হয়েছিল এই পুজো। নিষ্ঠাভরে এখনও প্রতিদিন সেখানে চলে পুজার্চনা। অগ্রহায়ন মাসে বিশাল পুজোর আয়োজন করা হয় এই মন্দিরে। মালদহবাসী শুধু নয়, দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষ যান সেখানে।
মালদহের মনস্কামনা মোড়ে রয়েছে মনস্কামনা মন্দির। ভাবছেন তো কেন এমন নাম? ভক্তদের কথায়, এই দেবী কাউকে খালি হাতে ফেরান না। সকলের প্রার্থনা পূরণ করেন বলেই নাম মা মনস্কামনা।
Published By: Tiyasha SarkarPosted: 02:39 PM Jan 21, 2026Updated: 02:39 PM Jan 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
