Advertisement
ঈশানের কামব্যাক, বাদ শ্রেয়স-হর্ষিত! বিশ্বকাপের 'প্রি-টেস্টে' কেমন হবে ভারতের প্রথম একাদশ?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে স্পিন বিভাগের পারফরম্যান্স।
বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচের পরই ফের বিশ্বজয়ের অভিযান। বিদর্ভের মাঠে এই ম্যাচে কঠিন পরীক্ষা তো বটেই, তার সঙ্গে প্রথম একাদশ কী হবে, সেদিকেও নজর থাকবে।
তবে বিশ্বকাপের প্রস্তুতিতে গৌতম গম্ভীরের দলের মূল সমস্যা চোট-আঘাত। তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দর নেই। তাঁদের চোটের যা অবস্থা, তাতে তাঁদের আদৌ বিশ্বকাপে পাওয়া যাবে কি না, স্পষ্ট নয়।
ফলে দুই তারকার সম্ভাব্য পরিবর্ত যাঁরা হতে পারেন, তাঁদের দলের সঙ্গে মানিয়ে তোলার কাজটা এই সিরিজেই করতে হবে ভারতকে। শ্রেয়স আইয়ারকে প্রথম তিনটি টি-টোয়েন্টির জন্য নেওয়া হয়েছে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে শ্রেয়সের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম।
দীর্ঘদিন ধরেই তিন নম্বরে ব্যাটিং করছিলেন তিলক। সূর্য জানিয়ে দিয়েছেন, তাঁর পরিবর্তে সেখানে নামবেন ঈশান কিষাণ। অধিনায়ক সূর্যকুমার যাদব সেটা আগেভাগেই বলে দিয়েছেন।
টানা খেলানোর পর শুভমান গিলকে বিশ্বকাপ দলে নেওয়া হয়নি। ফলে ওপেনে ফিরবেন সঞ্জু স্যামসন। তাঁর সঙ্গে থাকবেন অভিষেক শর্মা। তিনে ঈশান, চারে সূর্যকুমার।
সবচেয়ে বেশি নজর থাকবে সূর্যকুমারের ফর্মে। সূর্য অধিনায়ক হওয়ার পর থেকে দলের পারফরম্যান্স দুরন্ত। কিন্তু তাঁর নিজের ব্যাটেই রান নেই। বিশ্বকাপের আগে চেনা ছন্দে ফেরা চ্যালেঞ্জ অধিনায়কের কাছেও। সূর্য অবশ্য বলেই যাচ্ছেন, নেটে ভালো ব্যাট করছেন, ম্যাচেও রান পাবেন।
সেক্ষেত্রে কি কোনও টেকনিক বদলের দরকার? সূর্য সেটা মনে করেন না। তাঁর বক্তব্য, এতদিন যেভাবে খেলে সাফল্য পেয়েছেন, এখনও সেভাবেই খেলবেন। কিন্তু অধিনায়ক রান না পেলে চাপ বাড়বে দলের উপরই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রান করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা।
এরপরের লাইনআপ হতে পারে অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে। ফিনিশারের দায়িত্ব হার্দিক ও রিঙ্কু, দু'জনের উপর। দু'জনেই এই দায়িত্বে নিজেকে প্রমাণ করেছেন। এই লাইনআপ ভেঙে শ্রেয়সকে খেলানোর জায়গা কোথায়?
কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ছিলেন না জশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, বরুণ চক্রবর্তীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁদের। বুধবার থেকে ফিরছেন তাঁরা। পেস বিভাগের দায়িত্বে বুমরাহ ও অর্শদীপ। ফলে আগের ম্যাচে হর্ষিত রানা হাফসেঞ্চুরি করলেও টি-টোয়েন্টিতে সুযোগ নাও পেতে পারেন।
Published By: Arpan DasPosted: 01:24 PM Jan 21, 2026Updated: 01:24 PM Jan 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
