Advertisement
যাত্রা শুরু নতুন ৩ রুটে, মেট্রো সফরে মোদি, তেরঙ্গা হাতে লেন্সবন্দি কচিকাঁচারা
কলকাতার যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা।
কলকাতার যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে পথচলা শুরু হল শহরের তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো রুটের। উদ্বোধন হয়ে গেল নোয়াপাড়া–বিমানবন্দর জয় হিন্দ, শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং বেলেঘাটা–(রুবির মোড়) হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো রুটের।
এদিন প্রধানমন্ত্র নরেন্দ্র মোদি বলেন, বিশ্বের বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক ভারতে। তিনি বলেন, ''কলকাতার গণপরিবহণের খরচ আরও কমল। যাতায়াতের আরও সুবিধা হল। শিয়ালদহ, হাওড়ার মতো ব্যস্ত রেলস্টেশনের সঙ্গে মেট্রো জুড়ে গেল। তার ফলে এক ঘণ্টার সফর এখন কয়েক মিনিটে হয়ে যাবে।'' বিমানবন্দর থেকে শহরের অন্য জায়গায় পৌঁছানো সম্ভব হবে বলেও এদিন জানান প্রধানমন্ত্রী।
মেট্রো আরও ২২ কিলোমিটার সম্প্রসারণ হবে। আশার কথা শোনালেন প্রধানমন্ত্রী। বলেন, ‘‘কলকাতা মেট্রো আগে ২৮ কিলোমিটার বিস্তৃত ছিল। এখন আরও ৩৯ কিলোমিটার সম্প্রসারণ হল। আরও ২২ কিলোমিটার সম্প্রসারণ হবে।’’
উদ্বোধন পরেই প্রকল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের নিয়ে মেট্রোয় সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত যান। কখনও তাঁকে কথা বলতে দেখা যায় শ্রমিকদের সঙ্গে, আবার কখনও যাত্রীদর উদ্দেশে হাতও নাড়েন।
উদ্বোধনের পরেই শহরের তিন মেট্রো রুট যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। প্রথমদিনেই যাত্রীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে। এমনকী বেশ কয়েকটি মেট্রোতে যাত্রীদের উপচে পড়া ভিড়ও হয়।
পুজোর আগেই শহরবাসীর জন্য বড় উপহার। নয়া এই মেট্রো রুট খুলে যাওয়ায় যাতায়াতের সময় এক ধাক্কায় অনেকটাই কমে আসবে। চার চাকায় যে পথ অতিক্রম করতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়, সেখানে মাত্র কয়েক মিনিটেই পাতাল পথে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো সম্ভব হবে।
Published By: Kousik SinhaPosted: 09:58 PM Aug 22, 2025Updated: 10:19 PM Aug 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
