Advertisement
পছন্দের মানুষকে কাছে পেতে চান? কাজে লাগান এই ৭ কৌশল
এই টিপসগুলি মেনে চললে সফল হবেন আপনিও।
দীর্ঘদিন ধরে কারওর প্রেমে হাবুডুব খাচ্ছেন? মুখ ফুটে বলতেও পারছেন না কাউকে! অথচ আপনি চাইছেন বিপরীত দিকের মানুষটি নিজে থেকে আপনার মনের কথা বুঝে নিক! সময় চলে যাচ্ছে। ওদিক থেকেও সাড়া মিলছে না! কী করবেন? এ সমস্যা শুধু মহিলাদের নয়, পুরুষের মধ্যেও দেখা যায়। অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করতে এই কৌশলগুলি শিখুন। মনোবিজ্ঞান মতে এই টিপসগুলি মেনে চললে সফল হবেন আপনিও।
নিজের প্রশংসা পছন্দ করেন না, এমন মানুষ বোধয় পৃথিবীতে নেই। কেউ নিজের রূপের প্রশংসা শুনতে ভালোবাসেন। আবার কেউ ভালোবাসেন নিজের কাজের প্রশংসা শুনতে। আপনার পছন্দের মানুষ ঠিক কী ধরনের প্রশংসা শুনতে ভালোবাসেন, তা খেয়াল রাখুন। আর সময় বুঝে সুযোগ পেলেই তা কাজে লাগান। আপনার পছন্দের মানুষকে খুল্লাম খুল্লা প্রশংসা করুন। আচরণে বুঝিয়ে দিন যে আপনি তার প্রতি ইমপ্রেসড।
আগে থেকে হড়বড় করবেন না। সময় নিন। ধৈর্য ধরুন। প্রথমেই নিজেকে পুরোটা ডিসক্লোজ করবেন না। কারণ এক্ষেত্রে অনেক সময় বিপরীত দিকের মানুষটি আপনাকে 'টেকেন ফর গ্র্যান্টেড' ভেবে নিতে পারে। তাই সবসময় একটা দূরত্ব বজায় রাখুন। সামান্য উপেক্ষাও করতে শিখুন। এতে আদতে আপনার লাভ। আপনার প্রতি কৌতূহল বাড়বে বিপরীত দিকের মানুষটির। আপনার সম্পর্কে মনোযোগী হয়ে উঠবেন তিনি।
ভালো লাগার মানুষের কাছে কিছু লুকোবেন না। এমন ভাবে তাঁর সঙ্গে মিশুন যেন দুজনের মধ্যে বিশ্বাসের ভিতটা ক্রমশ মজবুত হয়ে ওঠে। সম্পর্ক কখনও মিথ্যের উপর গড়ে উঠতে পারে না। কাজেই নিজের সম্পর্কে যেটুকু জানাবেন, সত্যিটাই জানাবেন। তাতে ভুলেও জল মেশাবেন না।
যেকোনও পরিস্থিতিতেই আপনি আপনার প্রিয় মানুষের পাশে থাকবেন। তার হাতটা ছেড়ে যাবেন না। এই ভরসাটা যেন একে অপরের প্রতি থাকে। এই ভরসা একদিনে তৈরি হয় না। কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস তৈরি হলে এই ভরসাটুকুও আপনাআপনি তৈরি হয়ে যায়।
আপনার পছন্দের মানুষের খেয়াল রাখুন। তাঁর ছোট ছোট পছন্দ ও অপছন্দকে গুরুত্ব দিন। তাঁর কোন খাবার বিশেষ পছন্দের। কিংবা কোন পোশাক অতি প্রিয়। এই সামান্য জিনিসগুলোও সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ। এমনকী সামান্য অসুস্থ হলেও খোঁজ নিন। এতেই বাড়বে ভরসা ও বিশ্বাস। আপনি হয়ে উঠবেন সবচেয়ে স্পেশাল।
Published By: Buddhadeb HalderPosted: 07:51 PM Aug 11, 2025Updated: 07:51 PM Aug 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
