Advertisement
অর্জুনের বাগদানের পর নয়া ইনিংস শুরু সারার, কন্যার কীর্তির সাক্ষী হতে উপস্থিত শচীন-অঞ্জলি
হাজির ছিলেন শচীনের হবু পুত্রবধূ সানিয়াও।
বাবা ক্রিকেটের ঈশ্বর। তাঁর বাবাকে দেখে অনুপ্রাণিত হয়ে ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়েছে গোটা বিশ্বের অগণিত মানুষ। কিন্তু তিনি-সারা তেণ্ডুলকর বরাবরই ক্রিকেট থেকে দূরে। তা বলে ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন তিনি। এবার সেই ফিটনেস নিয়েই নতুন ইনিংস শুরু হল সারার।
সম্প্রতি শচীনকন্যা একটি স্টুডিও চালু করেছেন। যার নাম দিয়েছেন পাইলেটস অ্যাকাডেমি। যেখানে বিশেষ ধরনের শরীরচর্চা করা হবে। সারার নয়া ইনিংসের সাক্ষী ছিলেন শচীন নিজে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি এবং হবু পুত্রবধূ সানিয়া চন্দোক।
ঠিক কোন ধরনের শরীরচর্চা হবে এই স্টুডিওয়? জানা যাচ্ছে, পাইলেটস নামের এই বিশেষ অনুশীলনে শারীরিক সক্ষমতা বাড়ানো হবে। যা শ্বাসপ্রশ্বাস ঠিক রাখা কিংবা শরীরের নমনীয়তা বজায় রাখবে। যার জন্য বিশেষ ধরনের ট্রেনারও থাকছে সারার স্টুডিওয়।
বাড়িতে পুজো দেওয়ার পর এই স্টুডিও উদ্বোধন করে তেণ্ডুলকর পরিবার। কাটা হয় কেকও। স্টুডিও উদ্বোধনের সময় উপস্থিত ছিল শচীন, অঞ্জলি ও সানিয়া। তবে অর্জুনকে এই অনুষ্ঠানে দেখা যায়নি। ছিলেন, সারার কয়েকজন ঘনিষ্ঠ বান্ধবীও।
সোশাল মিডিয়ায় শচীন লিখেছেন, 'একজন অভিভাবক হিসেবে, আপনি সবসময় আশা করেন যে আপনার সন্তানরা এমন কিছু খুঁজে পাবে যা তারা সত্যিই ভালোবাসে। সারাকে একটি পাইলেটস স্টুডিও খুলতে দেখা, আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠার মুহূর্তগুলির মধ্যে একটি।'
শচীন আরও লিখেছেন, 'আত্মবিশ্বাস ও কঠিন পরিশ্রম নিয়ে সারা একাই যাত্রা করেছে। এর প্রতিটা ইঁট ওর একার গাঁথা। আমাদের জীবনে শরীরচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ও সেটাকেই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা তোমার জন্য গর্বিত সারা। তোমাকে আগামী দিনের জন্য শুভেচ্ছা।'
Published By: Arpan DasPosted: 11:47 PM Aug 22, 2025Updated: 11:47 PM Aug 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
