Advertisement
এশিয়া কাপে 'রাম ভরোসে'! রামমন্দির স্পেশাল এডিশনের ঘড়ি পরে দল নির্বাচনে সূর্য, দাম জানেন?
রামমন্দিরের ছবি খোদাই করা এই ঘড়িটিই বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি হিসাবে বিবেচিত হয়।
মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। টিম ইন্ডিয়ায় কারা সুযোগ পেলেন, সেই নিয়ে চর্চার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতঘড়ি।
সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারী সংস্থা জেকব অ্যান্ড কোংয়ের বহুমূল্য দুর্লভ ঘড়ি পরে দল ঘোষণার সাংবাদিক বৈঠকে এসেছিলেন সূর্য। একটি ঘড়ির আনুমানিক মূল্য ৩৪ লক্ষ টাকা।
গত বছর অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পরেই সুইস সংস্থার পক্ষ থেকে জানানো হয়, রামমন্দিরের ছবি দেওয়া বিশেষ ঘড়ি তৈরি করবে তারা। ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরতেই এই ঘড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
সুইস সংস্থাটির তরফে জানানো হয়েছে, ভারতের রিটেলার ইথোস ওয়াচেসের সঙ্গে জুটি বেঁধে এই ঘড়ি তৈরি এবং বিক্রির উদ্যোগ নিয়েছে তারা। গোটা বিশ্বে মাত্র ৪৯টি ঘড়ি তৈরি করা হয়েছে এই ডিজাইনে।
ঘড়ির কাঁটা ঠিক যেখানে ৯ ছোঁবে সেখানে অযোধ্যার রামমন্দিরের রয়েছে। তার ঠিক উলটো দিকে ভগবান রাম এবং হনুমানের ছবি রয়েছে ডায়ালে। হাতঘড়ির ৬-এর ঘরে লেখা থাকছে ‘জয় শ্রীরাম’ কথাটিও।
ঘড়ির ব্যান্ডটিও বানানো হয়েছে গেরুয়া রং দিয়ে। সুইস সংস্থার তরফে বলা হয়েছে, আধ্যাত্মিকতা, শুদ্ধতা, প্রার্থনা- এই তিন বিষয়ের প্রতীক হিসাবেই ব্যবহার করা হয়েছে গেরুয়া রং।
রামমন্দিরের ছবি খোদাই করা এই ঘড়িটিই বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি হিসাবে বিবেচিত হয়। লিমিটেড এডিশনের ঘড়ির দাম ৪১ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা ৩৪ লক্ষ টাকা।
Published By: Anwesha AdhikaryPosted: 07:35 PM Aug 21, 2025Updated: 07:35 PM Aug 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
