Advertisement
বিশ্ব মিলল ভ্যাটিকানে, পোপ ফ্রান্সিসের শেষযাত্রায় উপস্থিত দৌপদী মুর্মু-সহ ৫৪ দেশের রাষ্ট্রপ্রধান
পোপকে সমাধিস্থ করা হয় রোমের সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায়।
শেষ বিদায়ে গোটা বিশ্বকে মিলিয়ে দিলেন পোপ ফ্রান্সিস। শনিবার তাঁর শেষকৃত্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশাপাশি যোগ দিলেন বিশ্বের ৫৪টি দেশের রাষ্ট্রপ্রধান। পাশাপাশি গত তিন দিনে পোপকে শেষবারের মতো দেখতে উপস্থিত হয়েছিলেন ২.৫ লক্ষের বেশী অনুগামী।
ভারতীয় সময় অনুযায়ী শনিবার দুপুর ১টা ৩০ নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয় পোপ ফ্রান্সিসের। প্রথা অনুযায়ী, ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নয়, পোপের ইচ্ছা অনুযায়ী তাঁকে সমাধিস্থ করা হয় রোমের সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায়।
পোপের শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইউক্রেনের প্রেসিডেন্টের পাশেই দেখা যায় তাঁকে।
Published By: Amit Kumar DasPosted: 09:52 PM Apr 26, 2025Updated: 09:57 PM Apr 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
