Advertisement
ট্রেন্ডে গা ভাসিয়ে 'লাবুবু' কিনছেন? হতে পারে ঘোর সর্বনাশ!
আপাতত এমন অদ্ভুত দর্শন পুতুলেই মন মজেছে সকলের।
ট্রেন্ডে গা ভাসিয়ে চোখ গোল গোল, বড় বড় দাঁত, লম্বা লম্বা কানওয়ালা 'লাবুবু' কিনেছেন অনেকেই। আপাতত এমন অদ্ভুত দর্শন পুতুলেই মন মজেছে সকলের।
কেউ বাড়িতে সাজিয়ে রাখছেন। আবার কেউ ব্যাগের চাবিতে ঝোলাচ্ছেন। হলিউড থেকে বলিউড, কিংবা টলিপাড়ার অভিনেত্রীদের অত্যন্ত প্রিয় 'লাবুবু'। এই পুতুল আপনার জন্য আদৌ শুভ? নেটপাড়ায় এটি যেন লাখ টাকার প্রশ্ন।
'ওয়াল্টমোটিভেটস' নামে একটি ইনস্টা অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে ওই পুরনো কার্টুনের কিছু অংশ দেখানো হয়েছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, কার্টুনের চরিত্র হোমার সিম্পসন্সের বাড়িতে বাক্সবন্দি অবস্থায় দৈত্যাকার একটি মূর্তি পাঠানো হয়েছে। যা দেখে অবাক হয়ে গিয়েছেন তাঁর স্ত্রী। মূর্তির লাল চোখের যেন সম্মোহনের ক্ষমতা রয়েছে। ওই মূর্তির সঙ্গে সন্তানকে কোলে নিতে ঘরে অস্বাভাবিক ঘটনা ঘটে। ঘর থেকে বেরিয়ে পড়ার পরেও নানা কাণ্ড ঘটে। ঘর থেকে যেন লাল আলো বেরতে থাকে।
ওই ভিডিওর শুরুতে সতর্কবার্তা জারি করা হয়েছে। নেটিজেনরা বাক্সবন্দি দৈত্যর সঙ্গে 'লাবুবু'র সঙ্গে মিল পাচ্ছেন। তাই অনেকেই মনে করছেন এই পুতুল কিনলে বিপদ হতে পারে।
আমেরিকার টেলিভিশন সংস্থার জন্য ১৯৮৯ সালে ম্যাট গ্রোইনিং 'দ্য সিম্পসন্স' কার্টুন তৈরি করেন। এই কার্টুনে এমন কিছু দৃশ্য দেখানো হয়, যা পরে গিয়ে বাস্তব বলে প্রমাণিত হয়েছে।
'লাবুবু' পুতুলটি তৈরি করেছেন হংকংয়ের শিল্পী কাসিং লুং। ২০১৯ সালে চিনের খেলনা প্রস্তুতকারক সংস্থা 'পপমার্ট' এই পুতুল বাজারে বিক্রি শুরু করে। চিনের বাজার ছেয়ে যায় পুতুলটি।
'লাবুবু' অবশ্য একটিমাত্র পুতুল নয়। বাজারে কমপক্ষে ৩০০টি ভিন্ন ভিন্ন ধরনের 'লাবুবু' পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ‘লাবুবু ইনটু এনার্জি’, ‘ফল ইন ওয়াইল্ড’, ‘টাইম টু চিল’, ‘লেটস চেকমেট সিরিজ়, ‘ম্যাকারন’, ‘প্যাস্টেল কালার’। যাদের একসঙ্গে বলা হয় 'দ্য মনস্টার্স'। তবে যে সিরিজ চাইছেন, সেটা পাওয়া কঠিন। কারণ, প্রতিটি পুতুল আসে 'ব্লাইন্ড বক্সে'। ওই বাক্স খোলার পর জানা যায় 'লাবুবু'র কোন সিরিজ পেলেন আপনি।
Published By: Sayani SenPosted: 08:34 PM Jun 29, 2025Updated: 08:34 PM Jun 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
