Advertisement
অতিথি দেব ভব, দিঘায় পুণ্যার্থীদের ঢল, জগন্নাথ মন্দিরের ব্যবস্থা খতিয়ে দেখলেন খোদ মুখ্যমন্ত্রী
নিয়ম মেনে ৩০ এপ্রিল হবে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা।
মাঙ্গলিক শঙ্খের সুরে মুখরিত দিঘা। সৈকতনগরীতে উৎসবের মেজাজ। দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস-সহ অন্যরা।
মন্দিরের দ্বারোদঘাটনের অনুষ্ঠানের সাক্ষী হতে রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা জমা হবেন দিঘায়। তাঁদের আতিথেয়তায় যাতে কোনও ত্রুটি না থাকে সেদিকে নজর রয়েছে মুখ্যমন্ত্রীর।
দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি। অন্তত ৮০০ কারিগর দিঘায় আসেন মন্দির নির্মাণের কাজে।
একইভাবে দিঘার জগন্নাথ মন্দিরের সিংহদ্বার বা মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছে কালো রঙের অরুণ স্তম্ভ। দিঘার জগন্নাথ মন্দিরের প্রবেশ দ্বারের সামনে কালো পাথরে তৈরি ৩৪ ফুট লম্বা ১৮ মুখী অরুণ স্তম্ভ তৈরি করা হয়েছে। আর এই স্তম্ভের মাথায় রয়েছে অরুণা মূর্তি।
Published By: Paramita PaulPosted: 08:26 PM Apr 28, 2025Updated: 02:05 PM Apr 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
