Advertisement
ন্যূনতম ব্যালেন্স না রাখলে কোন ব্যাঙ্কে কত জরিমানা? জেনে নিন পুরো তালিকা
কোন কোন ব্যাঙ্কে এমন নিয়মের বালাই নেই?
ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে দিতে হবে জরিমানা। বেশ কয়েক বছর আগেই এই নিয়ম চালু করে কেন্দ্র। সম্প্রতি সেই ব্যালেন্সের অঙ্ক অনেকটাই বাড়িয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ফলে নতুন করে চর্চায় সমস্ত ব্যাঙ্কের ন্যূনতম ব্যালেন্স। জেনে নিন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক পাঁচ বছর আগেই ন্যূনতম ব্যালেন্সের নিয়ম থেকে বেরিয়ে এসেছে। অর্থাৎ স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা নিশ্চিন্ত। তাঁদের এই বিষয়টি নিয়ে কোনও ভাবনারই জায়গা নেই। কানাড়া ব্যাঙ্ক
কানাড়া ব্যাঙ্ক: গত জুন থেকে নিয়ম বদলে গিয়েছে এই ব্যাঙ্কের। এখন সেভিংস, বেতন ও এনআরআই অ্যাকাউন্টে কোনও 'অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স' রাখার দরকার নেই। একসময় অবশ্য এই ব্যালেন্স বজায় না রাখলে পড়তে হত কড়া জরিমানার মুখে।
ইন্ডিয়ান ব্যাঙ্ক: এই ব্যাঙ্কও ন্যূনতম ব্যালেন্সের নিয়ম বাতিল করে দিয়েছে। গত মাসেই নয়া নিয়ম লাগু হয়েছে। ফলে এখানেও গ্রাহকদের আর এই বিষয়ে মাথা ঘামানোর প্রয়োজনই নেই।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। জুলাই মাসে এই ব্যাঙ্কও সিদ্ধান্ত নিয়েছে ন্যূনতম ব্যালেন্সের নিয়ম বাতিল করার।
ব্যাঙ্ক অফ বরোদা: এই ব্যাঙ্কও জুলাই মাসেই জিরো ব্যালেন্সের সুবিধা উপহার দিয়েছে গ্রাহকদের। অর্থাৎ ন্যূনতম ব্যালেন্স রাখার কোনও বাধ্যবাধকতা নেই। তবে প্রিমিয়াম অ্যাকাউন্ট গ্রাহকদের একটি নির্দিষ্ট ব্যালেন্স বজায় রাখতে হবে।
এইচডিএফসি ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্সের নিয়ম এখনও পুরোপুরি বলবৎ। শহরের অ্যাকাউন্টের ক্ষেত্রে তা ১০ হাজার টাকা। কিন্তু শহরতলি ও গ্রামের অ্যাকাউন্টের ক্ষেত্রে তা ন্যূনতম ৫ হাজার ও আড়াই হাজার টাকা। না রাখলে শহরাঞ্চলে ৬০০ টাকা, শহরতলি ও গ্রামীণ এলাকায় ৩০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে।
Published By: Biswadip DeyPosted: 04:37 PM Aug 10, 2025Updated: 04:37 PM Aug 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
