shono
Advertisement

Breaking News

‘রাহুলকে ভোট দেওয়া ভয়ংকর ভুল’, গান্ধী পরিবারকে বেনজির আক্রমণ রামচন্দ্র গুহর

'মোদির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তিনি রাহুল গান্ধী নন', বলছেন গুহ। The post ‘রাহুলকে ভোট দেওয়া ভয়ংকর ভুল’, গান্ধী পরিবারকে বেনজির আক্রমণ রামচন্দ্র গুহর appeared first on Sangbad Pratidin.
Posted: 10:13 AM Jan 18, 2020Updated: 02:11 PM Jan 18, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মোদি বিরোধী হিসেবেই পরিচিত। কদিন আগেই বেঙ্গালুরুতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। এবার সেই রামচন্দ্র গুহ বেনজির আক্রমণ শানালেন গান্ধী পরিবারের দুই সদস্যকে। বিশ্বখ্যাত এই ইতিহাসবিদের মতে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ভোট দেওয়াটা মারাত্মক ভুল। দেশের নতুন প্রজন্ম গান্ধী পরিবারের পঞ্চম প্রজন্মকে চায় না। ভারতীয় রাজনীতিতে রাহুলের সফল হওয়ার কোনও সম্ভাবনা নেই। রামচন্দ্র গুহ বলছেন, কংগ্রেসের দুর্বলতার জন্যই উগ্র হিন্দুত্ববাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে। আর এর জন্য সোনিয়া গান্ধীর দুর্বল নেতৃত্ব দায়ী।

Advertisement


রামচন্দ্র গুহ ঘোষিত মোদি বিরোধী। শুক্রবার কেরলের এক অনুষ্ঠানে খানিকটা স্বভাবের বিপরীতে গিয়ে গান্ধী পরিবারের সদস্যদের বেনজির কটাক্ষ করেন তিনি। গুহ বলেন, “আমার রাহুলের সঙ্গে কোনও শত্রুতা নেই। ও যথেষ্ঠ ভদ্র এবং সুশৃঙ্খল স্বভাবের মানুষ। কিন্তু, নতুন ভারত পরিবারতন্ত্রের পঞ্চম প্রজন্মের ফসল চায় না। কেরল রাহুল গান্ধীকে নির্বাচিত করে একটা ভয়ঙ্কর ভুল করেছে। ২০২৪-এও যদি একই ভুল করা হয়, তাহলে মোদিকেই অ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হবে।” কংগ্রেস নেতৃত্বকে বেনজির আক্রমণ শানিয়ে গুহ বলেন, “ভারত অনেক বেশি গণতান্ত্রিক হচ্ছে। আর গান্ধীরা সেটা বুঝতেই পারে না।” সোনিয়ার উদ্দেশে তাঁর কটাক্ষ, “আপনি দিল্লিতে বসে আছেন। আপনার সাম্রাজ্য ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে। আর চামচারা আপনাকে বুঝিয়ে চলেছেন, যে সব ঠিকঠাক চলছে। আপনি এখনও বাদশাহ।”

ফাইল ফটো

[আরও পড়ুন: ‘রাজনৈতিক স্বার্থে নোংরা খেলা চলছে’, ফাঁসির দিন পিছতেই কান্নায় ভেঙে পড়লেন নির্ভয়ার মা]

গুহ মনে করছেন, দেশজুড়ে কংগ্রেসের এই অধঃপতনের জেরেই বিজেপির এত বাড়বাড়ন্ত। তবে, এর জন্য ব্যক্তি রাহুলকে দায়ী করছেন না গুহ। তিনি দায়ী করছেন কংগ্রেস দলে তাঁর উপস্থিতিকে। তাঁর বিশ্লেষণ,”রাহুল যদি এর চেয়ে অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি বুদ্ধিমানও হতেন, তাতেও তিনি মোদিকে হারাতে পারতেন না। মোদির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হল, তিনি রাহুল গান্ধী নন। নিজেকে নিজে তৈরি করেছেন। ১৫ বছর একটি রাজ্য চালিয়েছেন।” তাঁর মতে, আজ বিজেপি সব কাজের জন্য নেহেরুকে দায়ী করতে পারছে, তাঁর কারণও গান্ধীদের উপস্থিতি। গুহ বলছেন, “নেহেরুকে পরবর্তী সাত প্রজন্মের পাপের ফল ভোগ করতে হচ্ছে। সবসময় মোদি বলেন, নেহেরু পাকিস্তানে এই করেছে, চিনে ওই করেছে। এসব বলার কারণ, রাহুলের উপস্থিতি। রাহুল না থাকলে মোদিকে নিজের কাজের কথা বলতে হত।”

The post ‘রাহুলকে ভোট দেওয়া ভয়ংকর ভুল’, গান্ধী পরিবারকে বেনজির আক্রমণ রামচন্দ্র গুহর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement