shono
Advertisement
Tamil Nadu

ছুটির দিনে মাটনের স্বাদে মাটি! ক্ষোভে মাংসের দোকানের সামনে পচাগলা মৃতদেহ রেখে এলেন যুবক!

সাংঘাতিক এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর পালানি চেট্টিপাট্টির এলাকায়।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:39 PM Feb 10, 2025Updated: 09:39 PM Feb 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ছুটির দিনে পাতে একটু গরম ধোঁয়া ওঠা ভাত আর মাংস না হলে হয়। কোথায় ইচ্ছে ছিল জমিয়ে বেশ রগরগে করে পাঁঠার মাংসের ঝোল খাবেন। কিন্তু কোথায় কী! মাংস কিনতে যেতেই যুবকের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেন দোকানদার। এতেই অপমান, ক্ষোভে ফুঁসে ওঠেন ওই যুবক। 'বদলা' নিতে ওই দোকানের সামনে রেখে আসেন পচাগলা মৃতদেহ! 

Advertisement

জানা গিয়েছে, সাংঘাতিক এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর পালানি চেট্টিপাট্টির এলাকায়। সেখানকার এক যুবক দুপুরে খাওয়ার জন্য মাংস কিনতে যান। লম্বা লাইনেও দাঁড়ান। কিন্তু যখন সামনে আসেন কোনও কারণে দোকানদারের সঙ্গে তাঁর তুমুল কথা কাটাকাটি হয়। ওই দোকানদার মুখের উপর জানিয়ে দেন, তাঁকে মাংস বিক্রি করবেন না। সকলের সামনে চূড়ান্ত অপমানিত হন ওই যুবক। 'বদলা'র আগুনে রেগে লাল হয়ে ওঠেন। 

স্থানীয় সূত্রে খবর, এরপরই নাকি কবরস্থানে চলে যান ওই যুবক। মাটি খুঁড়ে মৃতদেহ তুলে নিয়ে আসেন। তারপর তা রেখে আসেন ওই দোকানের সামনে। যা দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া পুলিশে। কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন ওই যুবক। পুলিশ এসে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে কবরস্থানে রেখে আসে। তারপর শুরু হয় অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি। কিন্তু এখনও তাঁর কোনও হদিশ মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাংঘাতিক এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর পালানি চেট্টিপাট্টির এলাকায়।
  • সেখানকার এক যুবক দুপুরে খাওয়ার জন্য মাংস কিনতে যান। লম্বা লাইনেও দাঁড়ান।
  • কিন্তু যখন সামনে আসেন কোনও কারণে দোকানদারের সঙ্গে তাঁর তুমুল কথা কাটাকাটি হয়।
Advertisement