shono
Advertisement

গভীর রাতে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের

চাঞ্চল্য বাগুইআটিতে৷ The post গভীর রাতে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:28 PM Jul 02, 2018Updated: 04:58 PM Jul 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাতের শহরে দুষ্কৃতীদের তাণ্ডব৷ বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের কোপ৷ বাগুইআটিতে আক্রান্ত এক বৃদ্ধ দম্পতি৷ গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি স্বামী-স্ত্রী৷ থানায় অভিযোগ দায়ের করা হলেও, এখনও অধরা দুষ্কৃতীরা৷ আতঙ্কে পরিবার৷ প্রাথমিক তদন্তে অনুমান, লুটপাটের উদ্দেশ্যে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা৷

Advertisement

[ফুটবল নিয়ে বচসার জেরে ধুন্ধুমার কাঁকুড়গাছিতে, দুই ক্লাবের সংঘর্ষে আহত ৫]

উত্তর শহরতলির বাগুইআটির তেঘরিয়ায় থাকেন অলোকরঞ্জন চক্রবর্তী ও তাঁর স্ত্রী রত্নাদেবী৷ দু’জনেই প্রবীণ নাগরিক৷ দিনকয়েক আগেই আবার রত্নাদেবীর বাইপাস সার্জারি হয়েছে৷ তিনি এখনও পুরোপুরি সুস্থ নন৷ দম্পতির মেয়ে মৌমিতা জানিয়েছেন, শনিবার রাতে বিশ্বকাপের খেলা দেখছিলেন অলোকরঞ্জনবাবু৷ পাশের ঘরে ছিলেন তাঁর স্ত্রী৷ আচমকাই একটি শব্দ শুনে দরজা খোলেন তিনি৷ দরজা খুলতে দু’জন ঢুকে পড়ে বাড়িতে৷ কিছু বুঝে ওঠার আগেই ওই বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তারা৷ মেয়ের দাবি, শারীরিক অসুস্থতার কারণে সারাক্ষণ তন্দ্রাচ্ছন্ন থাকেন রত্নাদেবী৷ তাই স্বামী আক্রান্ত হলেও, প্রথমে বুঝতে পারেননি তিনি৷ পরে বাধা দিতে গেলে, ওই বৃদ্ধাকেও রেয়াত করেনি দুষ্কৃতীরা৷ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়৷ এরপর প্রাণ বাঁচাতে চিৎকার করতে শুরু করেন অলোকরঞ্জন চক্রবর্তী৷ তাঁর চিৎকারে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা৷ ততক্ষণে অবশ্য হামলাকারীরা চম্পট দিয়েছেন৷ গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধা দম্পতি ভরতি হাসপাতালে৷

বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার৷ কিন্তু ঘটনার পর গোটা একটা দিন কেটে গেলেও অধরা দুষ্কৃতীরা৷ রীতিমতো আতঙ্কে আক্রান্তদের পরিবার৷ প্রাথমিক তদন্তে অনুমান, লুটপাটের উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা৷ যদিও বাড়ি থেকে কিছু খোওয়া যায়নি বলেই দাবি পরিবারের৷

[মঞ্চ কাঁপিয়ে ভাইরাল ‘ব্যতিক্রমী’ ডাক্তারদের ‘মেটিরিয়া মেডিকা’]

The post গভীর রাতে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement