shono
Advertisement
Kalimpong

কালিম্পংয়ে বিভিন্ন পাখির পর্যবেক্ষণে পাঁচদিনের শিবির, প্রকৃতির পাঠের উদ্যোগ ন্যাফের

হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর পক্ষ থেকে এই শিবির শুরু হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 06:48 PM Feb 27, 2025Updated: 06:48 PM Feb 27, 2025

নিজস্ব সংবাদদাতা, মালবাজার: নানা রঙের হরেক পাখির প্রজাতি-সহ পক্ষী সুরক্ষায় বিশ্লেষণ। পাখি পর্যবেক্ষণ শিবিরে বিশেষজ্ঞ থেকে বনকর্মীরা তা খতিয়ে দেখবেন। কালিম্পং জেলার গরুবাথান ব্লকে সামসিং রেঞ্জের বনাঞ্চলে শুরু হয়েছে এই শিবির। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর পক্ষ থেকে পাঁচ দিনের এই শিবির শুরু হয়েছে। পাখিদের রক্ষা, নানা তথ্যের আদান-প্রদান ইত্যাদি নিয়েই পর্যবেক্ষণ ও আলোচনা চলবে।

Advertisement

উত্তরবঙ্গের বনাঞ্চলে প্রচুর পাখির সমাগম রয়েছে। হর্ন বিল, লাফিং থ্রাস্ট, নাট হ্যাচ ইত্যাদি পাখির সমারোহ আছে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে পাখি বিশেষজ্ঞ এবং পাখি চর্চা নিয়ে উৎসাহীরা শিবিরে যোগ দিয়েছেন। উত্তরবঙ্গের বন্যপ্রাণ বিভাগের মুখ্য বনপাল ভাস্কর জেভি, রাজ্যের প্রাক্তন অতিরিক্ত প্রধান বনপাল উজ্জ্বল ঘোষ, কালিম্পং বন বিভাগের চিত্রক ভট্টাচার্য, ভুটানের চিফ ফরেস্ট অফিসার কুনলে গ্যাচপ প্রমূখ এই পক্ষী শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উত্তরবঙ্গের বন্যপ্রাণ বিভাগের মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন, "উত্তরবঙ্গে পাখি-সহ বন্য প্রাণীর নানা প্রজাতি রয়েছে। তাদের অবস্থা বুঝতে এ ধরনের শিবির উপযোগী। খাবার, বাসস্থান-সহ পাখিদের নিয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করা হয়।" আয়োজক সংগঠন ন্যাফের কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, "গত বছর পক্ষী শিবিরে দেড়শোর বেশি প্রজাতির পাখি সন্ধান পাওয়া গিয়েছিল। এবার প্রায় একই সংখ্যক প্রজাতির পাখির দেখার সম্ভাবনা রয়েছে। বনকর্মী, বিশেষজ্ঞরা তথ্য সংগ্রহ করবেন।" শিবিরে অংশগ্রহণকারী টালিগঞ্জের দেবাংশু গুপ্ত, হালিশহরের অজিত পাল বলেন, "এ ধরনের শিবিরের জন্য মুখিয়ে থাকি। নানা ধরনের পাখি দেখতে পাই। পাখিদের সুরক্ষায় সচেতন হতে হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নানা রঙের হরেক পাখির প্রজাতি-সহ পক্ষী সুরক্ষায় বিশ্লেষণ। পাখি পর্যবেক্ষণ শিবিরে বিশেষজ্ঞ থেকে বনকর্মীরা তা খতিয়ে দেখবেন।
  • কালিম্পং জেলার গরুবাথান ব্লকে সামসিং রেঞ্জের বনাঞ্চলে শুরু হয়েছে এই শিবির।
  • হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর পক্ষ থেকে পাঁচ দিনের এই শিবির শুরু হয়েছে।
Advertisement