shono
Advertisement
Mumbai

মুম্বইয়ে পোর্শে কাণ্ডের ছায়া, শিব সেনা নেতার মদ্যপ ছেলের BMW পিষে দিল মহিলাকে!

পলাতক অভিযুক্ত শিব সেনা নেতার ছেলে।
Published By: Kishore GhoshPosted: 03:36 PM Jul 07, 2024Updated: 05:20 PM Jul 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও পুণে (Pune) শহরের পোর্সে কাণ্ড ভোলেনি জনতা। তার মধ্যেই মুম্বইতে (Mumbai) শিব সেনা নেতার মদ্যপ ছেলের ফুর্তির বলি হলেন এক মহিলা! বিলাসবহুল বিএমডাব্লুর চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে শিবিরের নেতার অভিযুক্ত ছেলের নাম মিহির শাহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ বছরের মিহির বর্তমানে পলাতক।

Advertisement

পুলিশি তদন্তে প্রকাশ্যে এসেছে, বিএমডাব্লু গাড়িটি পালঘরের প্রভাবশালী শিব সেনা নেতা রাজেশ শাহর। দুর্ঘটনার সময় রাজেশের ছেলে মিহির এবং ড্রাইভার ছিলেন গাড়িতে। জিজ্ঞাসাবাদের জন্য রাজেশ এবং ড্রাইভারকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে মূল অভিযুক্ত মিহির পলাতক। তাঁর ফোন বন্ধ রয়েছে। যুবকের সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

[আরও পড়ুন: হাথরাস কাণ্ডে যোগীকে চিঠি রাহুলের, ক্ষতিপূরণের অর্থ বাড়ানোর দাবি]

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বাড়ি ফেরার পথে জুহুর একটি বারে মদ্যপান করেন মিহির। এর পর সে 'লং ড্রাইভে' নিয়ে যেতে বলে ড্রাইভারকে। ওরলিতে পৌঁছনোর পর নিজেই গাড়ি চালাবে বলে জেদ ধরে। মিহির স্টিয়ারিংয়ে বসার কিছুক্ষণ পরেই একটি স্কুটারে ধাক্কা মারেন। স্কুটারে ছিলেন মাছ বিক্রেতা প্রদিক নাকভা এবং তাঁর স্ত্রী কাবেরী নাকভা। অন্য দিনের মতোই রাতে মুম্বই বন্দরে পাইকারি বাজারে মাছ কিনতে যাচ্ছিলেন।

তীব্র গতির বিএমডাব্লুর ধাক্কায় রাস্তায় ছিটকে যান প্রদিক এবং কাবেরী। গাড়ির বনেটের উপর পড়েন কাবেরী। ওই অবস্থায় গাড়ি চালিয়ে যান মিহির। এর ফলে বিএমডাব্লুর সামনের চাকায় পিষ্ট হন মহিলা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। অন্যদিকে প্রদিক অল্প আহত হন।

 

[আরও পড়ুন: ৫ সঙ্গীর মৃত্যুর বদলা! রাজৌরির সেনাক্যাম্পে গুলিবৃষ্টি জঙ্গিদের, আহত জওয়ান]

পুলিশের অভিযোগ, দুর্ঘটনার প্রমাণ নষ্টর চেষ্টা হয়। গাড়ির সামনের পিছনের কাচে শিব সেনার স্টিকার ছিল, তা ছিড়ে ফেলা হয়। এমনকী গাড়ির নম্বর প্লেট বদলে ফেলা হয়। যদিও দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ হাতে আসায় ষড়যন্ত্র ধরা পড়ে যায়। এদিকে রাজ্যের বিরোধী দলগুলির সমালোচনার মধ্যেই দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। তিনি বলেন, "দুর্ভাগ্যজনক। আইন নিজের মতো ব্যবস্থা নেবে। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশি তদন্তে প্রকাশ্যে এসেছে, বিএমডাব্লু গাড়িটি পালঘরের প্রভাবশালী শিব সেনা নেতা রাজেশ শাহর।
  • পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বাড়ি ফেরার পথে জুহুর একটি বারে মদ্যপান করেন মিহির
Advertisement