shono
Advertisement

ঘরোয়া উপায়ে মাত্র ১০ মিনিটে দূর করুন ট্যান, রইল টিপস

টিপস মেনে চললে আপনি মোহময়ী হয়ে উঠতে বাধ্য৷ The post ঘরোয়া উপায়ে মাত্র ১০ মিনিটে দূর করুন ট্যান, রইল টিপস appeared first on Sangbad Pratidin.
Posted: 05:34 PM Jun 23, 2019Updated: 02:26 PM Jun 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে বর্ষারানি রাজ্যে প্রবেশ করেছে৷ তবে এখনও বৃষ্টি সেভাবে শুরু হয়নি৷ কমেনি আর্দ্রতাজনিত অস্বস্তি৷ সূর্যের চোখরাঙানিও রয়েছে একইরকম৷ আর এই রোদে ত্বকের দফারফা৷ সানস্ক্রিন মেখে বেরনোর পরেও ট্যান যেন বাড়তি পাওনা ফ্যাশনিয়েস্তাদের৷ ঢাকা পোশাকের ক্ষেত্রে না হয় ট্যান পড়া ত্বকেও কাজ মিটে গেল৷ কিন্তু খোলামেলা পোশাকে আয়না কিংবা ভিড়ের মাঝে গেলেই মন খুঁতখুঁত৷ সুন্দর ত্বকের এই অবস্থা দেখে মনের কোণে কষ্টের সীমা নেই৷ কিন্তু বাড়িতে বসে কষ্ট পেলে তো আর হবে না৷ তার পরিবর্তে ঘরোয়া উপায়েই হয়ে উঠুন আরও বেশি মোহময়ী৷ আপনার জন্য রইল টিপস৷

Advertisement

[ আরও পড়ুন: টাইট জিনস নয়, মেকআপ হোক ন্যাচরাল- গরমে সাজগোজের টিপস দিলেন বিশেষজ্ঞরা]

শশা: সপ্তাহের প্রতিদিন অফিস৷ তার মানেই বাইরে বাইরে ঘোরা৷ ব্যস্ত জীবনে পাল্লা দিতে গিয়ে ক্রমশই কমছে ঘুম৷ সপ্তাহান্তে চোখের নিচে কালি, মুখে কালো ছোপ৷ ক্লান্তি যেন স্পষ্ট৷ এই পরিস্থিতিতে চটজলদি ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে একমাত্র ভরসা শশা৷ কিন্তু কীভাবে ব্যবহার করবেন শশা? পাতলা করে শশা কেটে নিন৷ তারপর কিছুক্ষণ হালকা হাতে গালে ঘসতে শুরু করুন৷ মিনিট দশেক গালের উপর ওই শশার আস্তরণ লাগিয়ে রাখুন৷ শশাগুলির রস শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন৷


হলুদ-বেসন-দই: প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতেই হলুদ, বেসন, দইয়ের জোগান থাকে৷ আপনার ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনার জন্য এই তিনটি উপকরণকে অবহেলা করবেন না৷ একটি পাত্রে হলুদ, বেসন এবং দই এক চামচ করে নিন৷ অল্প জল দিয়ে পেস্ট তৈরি করুন৷ ব্রাশ অথবা হালকা হাতে চোখ বাদ দিয়ে গোটা মুখে মাখুন৷ শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ পরিষ্কার করুন৷ আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আবার আগের আমিকে খুঁজে পান কি না?

মধু-লেবু: আপনার ত্বকের জেল্লা ফিরিয়ে আনার জন্য মধু এবং লেবুর কোনও বিকল্প নেই৷ একটি পাত্রে দু’চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস মেশান৷ পনেরো মিনিট ধরে ত্বকে ওই মিশ্রণ লাগিয়ে রাখুন৷ শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন৷ কয়েকদিন এই মিশ্রণের একটানা ব্যবহারে আপনি হয়ে উঠতে পারেন মোহময়ী৷

[ আরও পড়ুন: শরীরে এদিক-ওদিক থেকে উঁকি মারছে অতিরিক্ত মেদ? ব্যবহার করুন শেপওয়্যার]

দুধ: কোনও ফেসওয়াশ নয়, শুধুমাত্র দুধের ব্যবহারেই আপনার ত্বক হয়ে উঠতে পারে আরও উজ্জ্বল৷ একটি বাটিতে অল্প কাঁচা দুধ নিন৷ তুলো দিয়ে ভাল করে গোটা মুখে মাখুন৷ ১০মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন৷ এই উপায়ে ত্বকের উজ্জ্বলতা ফেরা বাধ্যতামূলক৷

The post ঘরোয়া উপায়ে মাত্র ১০ মিনিটে দূর করুন ট্যান, রইল টিপস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement