shono
Advertisement

ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল সাপ! চূড়ান্ত অব্যবস্থা রনজি ট্রফিতে

মাঠে অবাধ বিচরণ সর্পরাজের, দেখুন ভিডিও। The post ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল সাপ! চূড়ান্ত অব্যবস্থা রনজি ট্রফিতে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:58 PM Dec 09, 2019Updated: 04:08 PM Dec 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের দৈন্যদশা, নাকি আয়োজকদের অপেশাদারিত্ব? রনজি মরশুমের প্রথম ম্যাচের একটি ঘটনা আবার সেই প্রশ্নটি তুলে দিয়ে গেল। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচ চলাকালীন নাকি খেলার মাঠে ঢুকে পড়ল জ্যান্ত সাপ! বেশ কিছুক্ষণ মাঠের মধ্যেই ঘোরাফেরা করলেন সর্পরাজ। ততক্ষণে ক্রিকেটাররা রীতিমতো তটস্থ। এক জায়গায় জড়ো হয়ে তাঁরা দেখছেন সাপটির গতিপ্রকৃতি। তারপর টনক নড়ে আয়োজকদের। মাঠকর্মীরা এসে সাপটিকে বের করে দেন।

Advertisement


সোমবার বিজয়ওয়াড়ায় মরশুমের প্রথম রনজি ট্রফি ম্যাচে অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হয়েছিল বিদর্ভ। সময়মতো টসও হয়। বিদর্ভের অধিনায়ক ফৈজ ফজল টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু, মাঠে নামতেই ক্রিকেটারদের ‘চক্ষু চড়কগাছ’ হওয়ার জোগাড়। দেখা যায় খেলার মাঠে অবাধে বিচরণ করছেন সর্পরাজ। যেন এটাই তার চারণভূমি। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ক্রিকেটাররা। যদিও, কিছুক্ষণ পরে মাঠকর্মীরা সাপটিকে বের করে দেন। এর মধ্যে অবশ্য বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যায়। ফলে, নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে শুরু হয় খেলা।

[আরও পড়ুন: কাজে এল না শিবম দুবের অর্ধশতরান, টি-২০ সিরিজে সমতা ফেরাল ক্যারিবিয়ানরা]


এমনিতে খেলার মাঠে পাখি উড়ে আসা বা কুকুর ঢুকে পড়ার দৃশ্যের সঙ্গে পরিচিত সকলেই। কিন্তু, এভাবে মাঠের মধ্যে সাপের মতো বিপজ্জনক সরিসৃপের ঢুকে পড়ার ফলে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। তাছাড়া এই প্রথম নয়, এর আগেও রনজি ট্রফি চলাকালীন অনভিপ্রেত অতিথিদের আনাগোণা দেখা গিয়েছে। বছর দুই আগে একবার খেলার মাঠে ঢুকে পড়েছিল আস্ত একটা গাড়ি। সেসময় ঋষভ পন্থ, গৌতম গম্ভীরদের মতো তারকারা খেলছিলেন। স্বাভাবিকভাবেই, প্রথম সারির ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে এই ধরনের গাফিলতি বারবার কীভাবে হচ্ছে? প্রশ্ন তুলছেন সমর্থকরা।

The post ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল সাপ! চূড়ান্ত অব্যবস্থা রনজি ট্রফিতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement