সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সংঘাতে জড়াল বোর্ড কর্তা এবং সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি। অবিলম্বে বোর্ড কর্তাদের সরিয়ে দেওয়া উচিত, দেশের শীর্ষ আদালতের কাছে এমনটাই আরজি জানিয়েছে বোর্ডের প্রশাসনিক কমিটি বা সিওএ।
ঝামেলার সূত্রপাত গত ২৬ জুলাই থেকে। বোর্ড কর্তা নয়, এই অভিযোগে ওই দিন সাধারণ সভায় থাকতে দেওয়া হয়নি বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরিকে। এছাড়া পাঞ্জাব এবং ওড়িশার প্রতিনিধিকেও বেরিয়ে যেতে বলা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে এই আরজি প্রশাসনিক কমিটির। এর পাশাপাশি তাঁরা আরও অভিযোগ জানিয়েছে, বিসিসিআই কর্তারা সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছে করে পরিবর্তন করেছেন এবং বিসিসিআই সিইও রাহুল জোহরি সভায় যাতে না থাকতে পারে, সেই ব্যবস্থা করেছেন।
ঠিক কী হয়েছিল সেদিন? অভিযোগ, বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি, রাহুল জোহরিকে সভা থেকে বেরিয়ে যেতে বলেন। যদিও অমিতাভ চৌধুরির দাবি, গত ২৪ জুলাই সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেয়, সেই অনুযায়ী বোর্ড কর্তা বাদে আর কেউ সাধারণ সভায় থাকতে পারবেন না। এই কারণেই তিনি রাহুল জোহরিকে বেরিয়ে যেতে বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক আধিকারিক বলেন, ‘জোহরি কখনই বোর্ড কর্তা নন। তিনি বিসিসিআইয়ের অধীনস্থ কর্মচারী। তিনি আগের সাধারণ সভায় থাকলেও মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার সভায় যোগ দিতে পারতেন না। শীর্ষ আদালতের রায়কে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর তাই যাঁরা থাকতে পারবেন না, তাঁদের বেরিয়ে যেতে বলেন ভারপ্রাপ্ত বোর্ড সচিব।’
The post সরিয়ে দেওয়া হোক বোর্ড কর্তাদের, আরজি প্রশাসনিক কমিটির appeared first on Sangbad Pratidin.