shono
Advertisement

৪৬-এও তুমিই সেরা, সৌরভের জন্মদিনে অভিনব শুভেচ্ছা শেহবাগের

বাঙালি-সহ গোটা দেশের গর্বকে শুভ জন্মদিন৷ The post ৪৬-এও তুমিই সেরা, সৌরভের জন্মদিনে অভিনব শুভেচ্ছা শেহবাগের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:31 AM Jul 08, 2018Updated: 12:05 PM Jul 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে অফসাইডে ঈশ্বরের পরেই যিনি, তাঁর নাম সৌরভ গঙ্গোপাধ্যায়৷ রাহুল দ্রাবিড়ের সে উক্তি আজও ক্রিকেটপ্রেমীদের বিশ্বাসের মাপকাঠি হয়ে রয়েছে৷ আজও লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোর সেই দিন চোখে ভাসে৷ স্মৃতিতে স্পষ্ট দল থেকে বাদ পড়ার পর তাঁর পরিশ্রমের সেই কাহিনিও৷ এক দশক আগে প্যাড জোড়া খুলে রেখেছিলেন৷ কিন্তু তারপর ভারতীয় দলে দ্বিতীয় দাদা হয়ে উঠতে পারেননি কেউই৷ তাই আজও তিনি অনন্য৷ তিনি সবার প্রিয় দাদা৷ এ নাম আকণ্ঠ আবেগের৷ এ ভালবাসা চিরকালীন৷ রবিবার তাঁর ৪৬ বছরের জন্মদিনে তাই ভারচুয়াল ওয়াল ভরে গিয়েছে শুভেচ্ছায়৷

Advertisement

প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার, প্রত্যেকেই সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ তাঁর এককালের সতীর্থ ভিভিএস লক্ষ্মণ থেকে প্রজ্ঞান ওঝা, সকলেই সৌরভের সঙ্গে নিজেদের ছবি পোস্ট করে তাঁর জন্মদিনের শুভকামনা জানিয়েছেন৷ তবে একটি শুভেচ্ছা এক্কেবারে অন্যরকম৷ সেটি কার, তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না৷ তিনি বীরেন্দ্র শেহবাগ৷ যাঁর টুইটের অপেক্ষায় প্রহর গোনেন নেটিজেনরা৷ শনিবারই দারুণ একটি পোস্ট করে মহেন্দ্র সিং ধোনিকে শুভেচ্ছা জানিয়েছিলেন বীরু৷ এবার প্রিয় দাদার জন্য যা লিখলেন, তা মন ছুঁয়ে গেল ক্রিকেটপ্রেমীদের৷ চোখ পিটপিট করে ক্রিজে ব্যাট হাতে নেমে কীভাবে তিনি বোলারদের ধুয়ে-মুছে সাফ করে দিতেন দাদা৷ আর কীভাবে সাফল্যকে সেলিব্রেট করতেন, সে বর্ণনাই দিয়েছেন নিজের কাব্যিক শৈলীতে৷

[কেরিয়ারের সবচেয়ে হতাশার মুহূর্ত, বিদায়বেলায় নেইমারের পোস্ট দেখে চোখে জল ব্রাজিল ভক্তদের]

১৯৭২ সালের ৮ জুলাই কলকাতার বুকে জন্ম নেওয়া ছেলেটা যে একদিন ভারতীয় ক্রিকেটের নকশাটাই বদলে দেবেন, কে ভেবেছিল? তেমনটাই হয়েছিল৷ টেস্ট হোক কিংবা ওয়ানডে, বিদেশের মাটি থেকে কীভাবে সাফল্য ছিনিয়ে আনতে হয়, তা কাজে করে দেখিয়েছিলেন সৌরভ৷ বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপ হয়তো সারাজীবন থেকে যাবে৷ কিন্তু কিছু ব্যক্তিত্বের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য বিশ্বজয়ের ট্রফির প্রয়োজন হয় না৷ শো-কেসে সে ট্রফির অভাব থাকলেও দলে তাঁর অবদানই তাঁকে সেরার আসনে বসিয়ে রাখে৷ তাই তো তিনি বাঙালি-সহ গোটা দেশের গর্ব৷ অহংকারের কারণ৷ গতবারের জন্মদিনটা বাড়িতেই কাটিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ ব্যস্ততার মধ্যে থেকে স্ত্রী ও মেয়ের জন্য সময় বের করে নিয়েছিলেন তিনি৷ কেক কাটা থেকে ভাল ভাল খাবার-দাবার, সবই হয়েছিল গতবার৷ কিন্তু এবার আর তেমনটা হয়তো হওয়ার উপায় নেই৷ কারণ ভারত-ইংল্যান্ড সিরিজের জন্য সৌরভ আপাতত দেশের বাইরে৷

[বিশ্বকাপে দেশের সাফল্য কামনায় মাঠের বাইরে কৃষ্ণনাম জপ রুশ তরুণীদের]

The post ৪৬-এও তুমিই সেরা, সৌরভের জন্মদিনে অভিনব শুভেচ্ছা শেহবাগের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement