এফসি গোয়া: ১ (সাদাই)
ইস্টবেঙ্গল: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বির আগেই ভাঙল প্লে অফের স্বপ্ন। এফসি গোয়ার বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচেও হেরে গেল ইস্টবেঙ্গল (East Bengal)। অঙ্কের বিচারেও আর আইএসএলে (ISL) প্রথম ছয়ে জায়গা করে নেওয়ার সুযোগ থাকল না লালহলুদ ব্রিগেডের কাছে।
পয়েন্ট তালিকায় অনেকখানি এগিয়ে থাকা প্রতিপক্ষ। তাই গোয়ার (FC Goa) বিরুদ্ধে নামার আগে কোনও ঝুঁকি নিতে চাননি কার্লেস কুয়াদ্রাত। সেরা দল নামিয়েছিলেন লালহলুদের হেডস্যার। কার্ড সমস্যা কাটিয়ে মাঠে নামেন হিজাজি মাহের। যদিও সদ্য সুস্থ হয়ে ওঠা সল ক্রেসপোকে এদিন বেঞ্চেই রাখা হয়। তবে সেরা দল নামিয়েও শেষ রক্ষা হল না। ডার্বির আগেই ইস্টবেঙ্গলের আইএসএল অভিযানে দাঁড়ি পড়ল।
[আরও পড়ুন: গভীর রাতে শেষ ডার্বি, সমর্থকদের বাড়ি ফেরে নিয়ে চিন্তা অতিরিক্ত বাস-মেট্রো চাইল ইস্টবেঙ্গল]
বুধবার শুরু থেকেই ঘরের মাঠে আগ্রাসী মেজাজে দেখা যায় এফসি গোয়াকে। পরপর পাঁচ ম্যাচে জয় পায়নি তারা। পয়েন্ট তালিকার চার নম্বরে থাকা দলটি এদিন জয়ের সরণিতে ফিরতে মরিয়া ছিল। শুরু থেকেই ইস্টবেঙ্গলের গোলপোস্ট লক্ষ্য করে একের পর এক শট মারতে থাকেন সাদাইরা। অবিশ্বাস্যভাবে প্রচুর গোল মিস করেন গোয়ার ফুটবলাররা। একক দক্ষতায় প্রচুর শট বাঁচান লালহলুদের গিল।
প্রথমার্ধের শেষদিকে এসে ৪২ মিনিটে গোয়ার গোল। ম্যাচের ভাগ্য ওখানেই লেখা হয়ে যায়। গোটা দ্বিতীয়ার্ধেও প্রচুর সুযোগ তৈরি করেছিল গোয়া। তবে দুর্ভাগ্যজনকভাবে আর গোল করতে পারেনি তারা। অন্যদিকে, গোয়ার চাপের মুখে একেবারে ভেঙে পড়ে ইস্টবেঙ্গল। মাত্র এক গোলের ব্যবধান থাকলেও ম্যাচে ফেরার চেষ্টাই দেখা যায়নি নন্দকুমার-মহেশদের মধ্যে। শেষ পর্যন্ত ১-০ ফলে শেষ হল ম্যাচ। তার সঙ্গে শেষ হল লালহলুদের আইএসএল স্বপ্নও।