shono
Advertisement

সিভেরিওর পরিবর্ত খুঁজে নিল ইস্টবেঙ্গল, লাল-হলুদে আসছেন কোস্তারিকার ব্রাউন

জার্মানির যুব দলের হয়েও খেলেছেন ব্রাউন।
Posted: 06:41 PM Feb 01, 2024Updated: 02:46 PM Feb 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিভেরিওর বদলি খুঁজে নিল ইস্টবেঙ্গল (East Bengal)। তিনি আবার জনি অ্যাকোস্টার দেশের ফুটবলার। তাঁর নাম ফেলিসিও ব্রাউন ফোর্বস (Felicio Brown Forbes)। আইএসএলের ডার্বির আগেই ষষ্ঠ বিদেশি স্থির করে ফেলল লাল-হলুদ। 

Advertisement

সুপার কাপের পরে বোরহা হেরেরা জার্সির রং বদলান। ইস্টবেঙ্গল ছেড়ে এফসি গোয়া হয় তাঁর নতুন ঠিকানা। তাঁর পরিবর্ত হিসেবে ভিক্টর ভাসকোয়েজের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। সূত্রের খবর, ফেলিসিও ব্রাউনকেই স্প্যানিশ স্ট্রাইকার সিভেরিওর বদলি হিসেবে নেওয়া হল। ফেলিসিওর জন্ম জার্মানিতে। তাঁর বাবা কোস্তারিকান। মা জার্মানির। জীবনের প্রথম ছবছর তিনি ছিলেন পুয়ের্তো লিমনে।

[আরও পড়ুন: কেন রোহিত-বিরাটে মজে রয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ৩০ বছরের ব্যাটার?]

জার্মানির যুবদলের হয়ে খেলেন। পরবর্তীকালে কোস্তারিকা জাতীয় দলের হয়েও খেলতে দেখা যায় এই কোস্তারিকান ফুটবলারকে। একাধিক ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইস্টবেঙ্গলে খেলতে আসার আগে চিনের ক্লাবের হয়ে খেলেন ব্রাউন। নতুন বিদেশি সম্পর্কে কুয়াদ্রাত বলছেন, ”ফেলিসিও খুবই শক্তিশালী স্ট্রাইকার। ইউরোপ এবং এশিয়ার ক্লাবে খেলার দারুণ অভিজ্ঞতা রয়েছে তাঁর। চাইনিজ সুপার লিগে ২০টির বেশি গোল রয়েছে ব্রাউনের। চিনে কয়েক সপ্তাহ আগেই মরশুম শেষ করেছে ব্রাউন। যখনই ওকে দরকার তখনই ওর সাহায্য আমরা পাব।” এদিকে ব্রাউন বলেন, ”ইস্টবেঙ্গলের মতো আইকনিক এক ক্লাবে খেলার জন্য আমি উত্তেজিত। আমার নতুন দল সদ্যই সুপার কাপ জিতেছে। এই জয়ের জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে অভিনন্দন জানাই। অসংখ্য সমর্থকদের আমি খুশি করতে পারব বলেই আশাবাদী। আইএসএলের দ্বিতীয় পর্বে আমার দলকে সাহায্য করব।” 
এদিকে শনিবার আইএসএলের প্রথম ডার্বি। ব্রাউন এখনও ভিসা পাননি। ফলে ডার্বিতে নামার সম্ভাবনা তাঁর কম। যুদ্ধকালীন তৎপরতায় বোরহা ও সিভেরিও-র শূন্যস্থান পূরণ করে ফেলেছে ইস্টবেঙ্গল।

[আরও পড়ুন: ৪১-এর অ্যান্ডারসনের সঙ্গে আক্রমণে ২০ বছরের শোয়েব! ফের ভারতকে হারাতে মরিয়া স্টোকস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement