সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১০ মার্চ যুবভারতীতেই যে হাইভোল্টেজ আইএসএল ডার্বি হতে চলেছে, তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু সময় বদলে ঠিক কখন শুরু হবে ম্যাচ, তা নিয়েই খানিক ধোঁয়াশা তৈরি হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় সেই জটও কাটল। জানিয়ে দেওয়া হল বড় ম্যাচ (Kolkata Derby) শুরুর সময়।
এমনিতে আইএসএলের অন্য ম্যাচগুলির মতোই সন্ধ্যা সাড়ে ৭টায় ডার্বিও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেদিনই তৃণমূলের ব্রিগেড। তাই বিধাননগর পুলিশের তরফে জানানো হয়েছিল যে সেই সময় পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। প্রয়োজনে অন্য দিনে ডার্বির আয়োজন করার পরামর্শও দেয় বিধাননগর পুলিশ। কিন্তু আইএসএলের (ISL 2023-2024) আয়োজক এফএসডিএল কর্মব্যস্ত দিনে বড় ম্যাচ আয়োজন করতে রাজি হয়নি। তাই ম্যাচ জামশেদপুরে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে শেষমেশ ঠিক হয়, সময় বদল করে যুবভারতীতেই হবে খেলা।
[আরও পড়ুন: ভোটে আর্থিক দুর্নীতি রুখবে পোর্টাল, নির্বাচনে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের সিদ্ধান্ত কমিশনের]
এদিন আয়োজকদের তরফে জানানো হয়, সাড়ে ৭টা কিংবা ৯টা নয়, ম্যাচ শুরু হবে ৮টা ৩০ মিনিটে। উল্লেখ্য, সোমবার দীর্ঘ আলোচনার পরে জানা যায়, সমর্থকদের কথা মাথায় রেখে কলকাতাতেই হবে ডার্বি। কিন্তু এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরেই বেঁকে বসে আইএসএলের আয়োজক এফএসডিএল। তাদের দাবি, রাত ৯ টায় ম্যাচ শুরু হলে সেই সময়ে টিভি স্লট দেওয়া যাবে না। খুব বেশি হলে রাত ৮ টা থেকে স্লট দিতে পারে সম্প্রচারকারী সংস্থাটি। সেক্ষেত্রে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার প্রস্তাবও ওঠে। তবে শেষমেশ ৮টা ৩০ মিনিট থেকে ম্যাচ শুরু করতে রাজি হয় আয়োজকরা।