সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই সিটি ও কেরালা ব্লাস্টার্স (Mumbai City vs Kerala Blasters) ম্যাচে আক্রান্ত হন প্রবীর দাস (Prabir Das)। কেরল ব্লাস্টার্সের ডিফেন্ডার প্রবীর। মুম্বইয়ের ফুটবলার রস্টিন গ্রিফিতের হাতে আক্রান্ত হন তিনি। আক্রান্ত বঙ্গ ফুটবলার চোখের জল ফেলেন। সোশাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটান তিনি। দীর্ঘ এক পোস্টে প্রবীর লেখেন, ”ফুটবলে হার-জিত রয়েছে। কিন্তু স্পোর্টসম্যানশিপ বজায় রাখা উচিত। মাঠের ভিতরে কথাকাটাকাটি, মতানৈক্য হতেই পারে কিন্তু তার একটা সীমারেখা থাকা উচিত। সেই সীমারেখা অতিক্রম করা উচিত নয়।”
প্রবীরের অভিযোগ তাঁর মাকে হেনস্থা করা হয়েছে। মায়ের অসম্মান সহ্য করতে পারেননি বঙ্গ তনয়। প্রবীর লিখেছেন, ”আমার মাকে অবাঞ্চিত হেনস্থার শিকার হতে হয়েছে। আমার উত্থানের পিছনে মায়েরই অবদান। মায়ের ত্যাগের জন্যই আজ জাতীয় স্তরে আমি নিজেকে মেলে ধরতে পেরেছি। আমি যে পরিবার থেকে উঠে এসেছি সেখানে লড়াই আর ত্যাগ হাত ধরাধরি করে হেঁটেছে। আমার পরিবারের প্রতিটি সদস্য সম্মানের যোগ্য।”
[আরও পড়ুন: CFL ডার্বি হোক দ্রোণাচার্য কোচ নইমের বেনিফিট ম্যাচ, IFA-র কাছে অনুরোধ মোহনবাগানের]
প্রবীরকে দৃশ্যতই ভেঙে পড়তে দেখা গিয়েছে। কাঁদতে দেখা যায় তাঁকে। আর এই কান্নার কারণ কিন্তু মুম্বইয়ের কাছে হার নয়। মায়ের অসম্মান সহ্য করতে না পেরে কেঁদে ফেলেন বলে জানিয়েছেন এই ডিফেন্ডার। সোশাল মিডিয়ায় প্রবীর লিখেছেন, ”হারের জন্য নয়, আমার মাকে অসম্মানিত হতে হয়েছে , এই কারণেই চোখের জল ফেলেছি আমি।”
আইএসএলে মুম্বই সিটি ২-১ গোলে হারায় কেরালা ব্লাস্টার্সকে। ম্যাচের শেষে খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি, মারামারি চলে আসে শিরোনামে।