shono
Advertisement

কোনও রান না দিয়ে একাই বিপক্ষের ১০ উইকেট নিল এই ভারতীয় বোলার

তাও কিনা মাত্র ৪ ওভার হাত ঘুরিয়ে। The post কোনও রান না দিয়ে একাই বিপক্ষের ১০ উইকেট নিল এই ভারতীয় বোলার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:39 PM Nov 09, 2017Updated: 03:46 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবিশ্বাস্য ছাড়া আর কীই বা বলা যায় একে? একটিও রান না দিয়ে টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেট তুলে নিল ১৫ বছরের বাঁ-হাতি বোলার আকাশ চৌধুরি।

Advertisement

রাজস্থানের এই মিডিয়াম পেসার ঘরোয়া টি২০ ম্যাচে এই অভাবনীয় রেকর্ডটি গড়েছে। প্রয়াত ভাওয়ার সিং টি-২০ টুর্নামেন্টে দিশা ক্রিকেট অ্যাকাডেমির হয়ে পার্ল অ্যাকাডেমির বিরুদ্ধে এই সাফল্য পেয়েছে সে। ঘরোয়া ক্রিকেটে এর আগে কেউ এরকম সাফল্য পেয়েছে কি না, মনে করতে পারছেন না অনেক ক্রিকেট বিশারদই। ২০০২-এ রাজস্থান-উত্তরপ্রদেশের সীমান্ত লাগোয়া ভরতপুর জেলায় জন্মগ্রহণ করা আকাশের এই ম্যাচে বোলিং ইকোনমি ৪-৪-০-১০।।

স্থানীয় সূত্রে খবর, ওই ম্যাচে টসে জিতে পার্ল অ্যাকাডেমি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে দিশা ক্রিকেট অ্যাকাডেমির খেলোয়াড়রা ২০ ওভারে ১৫৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে যায় পার্ল অ্যাকাডেমি। জযের পুরো কৃতিত্বই আকাশকে দিচ্ছে তাঁর টিমমেটরা। প্রতি ওভারেই নিয়ম করে উইকেট পেয়েছে আকাশ। করেছে একটি হ্যাটট্রিকও। এহেন খুদে খেলোয়াড়ের কৃতিত্বে মহাখুশি তার কোচ ও অভিভাবকরা।

The post কোনও রান না দিয়ে একাই বিপক্ষের ১০ উইকেট নিল এই ভারতীয় বোলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার