shono
Advertisement
Fake Message

ডাক বিভাগের নামে ভুয়ো SMS! ফাঁদে পা দিলেই সর্বনাশ

কী লেখা থাকছে মেসেজে, জেনে নিয়ে সতর্ক হোন।
Published By: Biswadip DeyPosted: 05:12 PM Jun 18, 2024Updated: 05:13 PM Jun 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারকের 'ফাঁদ পাতা ভুবনে'। মানুষকে ঠকিয়ে সর্বস্বান্ত করতে নিত্যনতুন ফন্দি আঁটে প্রতারকরা। এবার সামনে এল ভারতীয় ডাকবিভাগের নামে প্রতারণার অভিযোগ। পিআইবি সম্প্রতি সতর্ক করেছে এই বিষয়ে।

Advertisement

কীভাবে ফাঁদ পাতছে প্রকারকরা? এক্স হ্যান্ডলে পিআইবি জানিয়েছে, ভুয়ো মেসেজ পাঠানো হচ্ছে। তাতে প্রতারকরা ভারতীয় ডাক বিভাগের নাম করে দাবি করছে একটি প্যাকেজ এসে পৌঁছেছে। এবার সেটাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর আগে একবার করে ঠিকানা আপডেট করে নিতে হবে। এবং সেটাও ৪৮ ঘণ্টার মধ্যেই। অন্যথায় তা ফেরত চলে যেতে পারে।
পরিষ্কার জানানো হয়েছে, এটা একেবারেই ভুয়ো মেসেজ (Fake Massage)। ভারতীয় ডাক বিভাগ এই ধরনের কোনও বার্তাই পাঠাচ্ছে না। এমন মেসেজ পেলে সেটা এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হচ্ছে। সেই সঙ্গে এই সংক্রান্ত মেসেজে পাঠানো লিঙ্কে ক্লিক করতেও বারণ করা হয়েছে। নাহলে সামান্য ভুলেই সর্বস্ব খোয়াতে হতে পারে। হোয়াটসঅ্যাপ বা অন্যত্রও নানা ধরনের ভুয়ো বার্তা পাঠানো হচ্ছে। সবক্ষেত্রেই সতর্ক থাকতে বলা হয়েছে।

[আরও পড়ুন: জোয়ার শেয়ার বাজারে, নয়া নজির গড়ল নিফটি ও সেনসেক্স]

আর কী সতর্কতা অবলম্বন করবেন

কোনও অজানা নম্বর থেকে আসা মেসেজে সহজে বিশ্বাস করবেন না। বিশেষত যে মেসেজে আপৎকালীন বার্তা দেওয়া হচ্ছে।

যদি কোনও সরকারি দপ্তর বা নামী বেসরকারি সংস্থার নামে মেসেজ পাঠানো হয়, তাহলে কখনওই জবাব দেবেন না। বরং সেখানকার ফোন নম্বরে ফোন করে সরাসারি যোগাযোগ করুন।

[আরও পড়ুন: বকরি ইদের কুরবানিতে গরু! ভয়াবহ হিংসায় উত্তাল ওড়িশার বালেশ্বর, জারি কার্ফু]

কোনও সন্দেহজনক মেসেজ পেলেই দ্রুত যোগাযোগ করুন।

কোনও সন্দেহজনক টেক্সটে ক্লিক করবেন না। যদি কোনও ওয়েবসাইটে ক্লিক করতে বলা হয়, তাহলে করবেন না। বরং আলাদা করে ম্যানুয়ালি সেটা টাইপ করুন সার্চ বক্সে।

কোনও ব্যক্তিগত বা ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য টেক্সট মেসেজের মাধ্যমে চালাচালি করবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতারকের 'ফাঁদ পাতা ভুবনে'। মানুষকে ঠকিয়ে সর্বস্বান্ত করতে নিত্যনতুন ফন্দি আঁটে প্রতারকরা।
  • এবার সামনে এল ভারতীয় ডাকবিভাগের নামে প্রতারণার অভিযোগ।
  • পিআইবি সম্প্রতি সতর্ক করেছে এই বিষয়ে।
Advertisement