shono
Advertisement
Dipika Kakar

অস্ত্রোপচারের পর কেমন আছেন ক্যানসারে আক্রান্ত দীপিকা? জানালেন স্বামী শোয়েব

এই ধরনের টিউমার শরীরে বারবার ফিরে আসার আশঙ্কা থাকে।
Published By: Arani BhattacharyaPosted: 04:09 PM Jul 05, 2025Updated: 07:12 PM Jul 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় ধাপের লিভার ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী দীপিকা কক্কর। সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট ও ভ্লগের মাধ্যমে তাঁর স্বাস্থ্যের খবর মিলেছে বারবার। দীপিকার এই দুঃসময়ে তাঁর পাশে থেকেছেন তাঁর ভক্তরা। যাঁরা কিনা তাঁর দ্বিতীয় পরিবার বলা যায়। মাত্র একমাস আগেই কঠিন অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। এই পুরো চিকিৎসার সময়ে পাশে ছিলেন স্বামী শোয়েব ইব্রাহিম। অস্ত্রোপচারের একমাস পর কেমন আছেন দীপিকা এবার সেই খবর জানালেন অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম তাঁর ভ্লগে।

Advertisement

শোয়েব তাঁর ভ্লগে বলেন, "দীপিকার শরীরে যে টিউমারটি প্রাথমিক রিপোর্টে ধরা পড়েছিল তাতে আশঙ্কা কয়েকগুণ বেড়েছিল। দীপিকার শরীরে ওই টিউমারটির অবস্থান খুব আশঙ্কাজনক ছিল। বায়োপসি রিপোর্টেও সঙ্কটজনক শারীরিক পরিস্থিতির আশঙ্কা করা হয়েছিল। এই ধরনের টিউমার শরীরে বারবার ফিরে আসার আশঙ্কা থাকে। তবে অস্ত্রোপচারের পর এই মুহুর্তে দীপিকার শরীরে কোনও ক্যানসারের কোষ নেই। তবে দীপিকার দীর্ঘ চিকিৎসা চলবে।"

শোয়েব আরও বলেন, "লিভার ক্যানসারের দু'ধরনের চিকিৎসা হয়। ইমিউনোথেরাপি আর টার্গেটেড থেরাপি। টার্গেটেড থেরাপি অর্থাৎ ওষুধ খাওয়ার মধ্যে দিয়ে যে চিকিৎসা হয়, দীপিকার সেই চিকিৎসাই শুরু হবে। এবং তা দেড় থেকে দু'বছর পর্যন্ত চলবে। এখন দীপিকার শরীরে কোনও ক্যানসারের কোষ না থাকলেও যদি ভবিষ্যতে কোনও রকম সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শে তা বদল হবে।" দীর্ঘ ১১ দিন হাসপাতালে ভর্তি ছিলেন দীপিকা। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর বাড়ি ফেরেন অভিনেত্রী। অস্ত্রোপচার সেরে বাড়ি ফেরার পর স্বামী শোয়েবের প্রথম জন্মদিন পালন করেন দীপিকা। ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে তাঁর সমস্ত আপডেট।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাত্র একমাস আগেই কঠিন অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। এই পুরো চিকিৎসার সময়ে পাশে ছিলেন স্বামী শোয়েব ইব্রাহিম।
  • অস্ত্রোপচারের একমাস পর কেমন আছেন দীপিকা এবার সেই খবর জানালেন অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম তাঁর ভ্লগে।
  • শোয়েব তাঁর ভ্লগে বলেন, "দীপিকার শরীরে যে টিউমারটি প্রাথমিক রিপোর্টে ধরা পড়েছিল তাতে আশঙ্কা কয়েকগুণ বেড়েছিল।"
Advertisement