shono
Advertisement
Television

ছোটপর্দায় ফিরছেন স্বীকৃতি, ছকভাঙা চরিত্রে ধরা দেবেন কোন ধারাবাহিকে?

একটি ভিডিও পোস্ট করে স্বীকৃতি তাঁর নতুন চরিত্রের আভাস দিয়েছেন।
Published By: Arani BhattacharyaPosted: 08:18 PM Jul 09, 2025Updated: 08:18 PM Jul 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার তাঁর অভিনয়ের জার্নি শুরু করার পরই দর্শকের মন জয় করে নিয়েছিলেন। একের পর এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে তাঁর অভিনয় রীতিমতো দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিল। ছোটোপর্দার পাশাপাশি এইমুহূর্তে ওয়েব সিরিজেও তিনি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন। চলতি বছরেই বড়পর্দায় ডেবিউ ঘটেছে অভিনেত্রীর। সমস্ত মাধ্যমেই তাঁর কাজ করার স্বপ্ন কমবেশি পূরণ হয়েছে। এবার ফের ছোটোপর্দায় ফিরেছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। কোন ধারাবাহিকে কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

Advertisement

নিজের ইনস্টাগ্রামে একটি বুমেরাং ভিডিও পোস্ট করে স্বীকৃতি তাঁর নতুন ধারাবাহিক ও নতুন চরিত্র নিয়ে আভাস দিয়েছেন। সেই বুমেরাং ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে হলুদ ঢাকাই শাড়ি, পুরনো দিনের স্টাইলে বাঁধা চুল, পুরনো ডিজাইনের গয়না ও মেকআপে এক্কেবারে সাবেকি লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, 'প্রতিবারের মতো এবারেও আপনাদের ভালোবাসা চাই। পাশে থাকবেন। দেখা হচ্ছে আজ রাতে রানি ভবানী ধারাবাহিকে।' আর এখান থেকেই বোঝা যাচ্ছে স্টার জলসার 'রাজরাজেশ্বরী রানি ভবানী' ধারাবাহিকে নতুন আঙ্গিকে নতুন চরিত্রে এবার স্বীকৃতির অভিনয় দেখার সুযোগ হবে দর্শকের। স্বীকৃতির চরিত্রের নাম 'কলাবতী'।

'খেলাঘর' ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ও অভিনয় জগতে পা রেখেছিলেন স্বীকৃতি। একের পর এক ধারাবাহিকে তাঁর অভিনয় মন জিতেছে দর্শকের। মেয়েবেলা ধারাবাহিকে অর্পণ ঘোষালের সঙ্গেও তাঁর জুটি আট থেকে আশির প্রশংসা পেয়েছিল। চলতি বছরে 'দ্য একেন: বেনারসে বিভীষিকা' ছবির হাত হরে বড়পর্দায় অভিষেক হয়েছে তাঁর। আর এবার নতুন ধারাবাহিকে নতুন চরিত্রে ফের শুরু করলেন ছোটপর্দার জার্নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছোটোপর্দার পাশাপাশি এইমুহূর্তে ওয়েব সিরিজেও তিনি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন। চলতি বছরেই বড়পর্দায় ডেবিউ ঘটেছে অভিনেত্রীর।
  • সমস্ত মাধ্যমেই তাঁর কাজ করার স্বপ্ন কমবেশি পূরণ হয়েছে। এবার ফের ছোটোপর্দায় ফিরেছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার।
  • 'রাজরাজেশ্বরী রানি ভবানী' ধারাবাহিকে নতুন আঙ্গিকে নতুন চরিত্রে এবার স্বীকৃতির অভিনয় দেখার সুযোগ হবে দর্শকের। স্বীকৃতির চরিত্রের নাম 'কলাবতী'।
Advertisement