shono
Advertisement
Tolly actress

রাতের শহরে টেলি অভিনেত্রীর 'শ্লীলতাহানি', যাদবপুরে আটক ২

মদ্যপ অবস্থায় টেলিপর্দার অভিনেত্রীকে মারধর, অ্যাসিড ছোড়ার হুমকি দুই যুবকের।
Published By: Sandipta BhanjaPosted: 02:19 PM Jul 17, 2025Updated: 03:46 PM Jul 17, 2025

অর্ণব আইচ: রাতের শহরে টেলিপর্দার অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। ধারাবাহিকের শুটিং শেষ করে বাড়ি ফিরছিলেন জনৈক অভিনেত্রী। তখনই গাড়ি করে দুই যুবক আসেন এবং অভিনেত্রীকে লক্ষ্য করে অযাচিতভাবে অশ্লীল, কুরুচিকর গালিগালাজ করা শুরু করেন। বাধা দিতে গিলে বচসা আরও বাড়ে। এমনকী হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। শেষমেশ ঘটনাস্থলে এসে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ। এরপরই ওই দুই যুবককে আটক করা হয়।

Advertisement

ঠিক কী ঘটেছে? অভিনেত্রী জানিয়েছেন, রাত তখন দুটো-আড়াইটে। সিরিয়ালের শুটিং সেরে বাড়ির পথে এগোচ্ছিলেন তিনি। তবে ক্লান্তি কাটাতে রোজকার মতো বাপুজি নগরের এক ক্যাফেতে ঢোকেন। অভিনেত্রী বাঘাযতীনের বাসিন্দা। তাঁর সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধুও। ক্যাফেতে চা অর্ডার করে সবে বসেছেন। তখনই গড়িয়াগামী এক গাড়ি এসে আচমকাই থমকে যায় ওই ক্যাফের সামনে। তারপর গাড়িতে বসেই অভিনেত্রীকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করা শুরু করেন ওই দুই যুবক। তাঁরা মদ্যপ ছিলেন বলেই দাবি। চলন্ত গাড়ি থেকে এহেন অশ্লীল শব্দ ভেসে আসায় প্রতিবাদ করা শুরু করেন অভিনেত্রীর সঙ্গে থাকা দুই বন্ধু। কানে যেতেই আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে আসেন তাঁরা। তার পর গাড়ি থেকে নেমে আরেকপ্রস্থ গালিগালাজ শুরু হয়। শুধু তাই নয়, অভিনেত্রীকে অ্যাসিড ছোড়া, কিডন্যাপ করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বচসা আরও চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। অভিনেত্রীর দাবি, তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর হাত ধরে টানাটানি করা হয়। এমনকী মারধর করার অভিযোগও উঠেছে। ভোররাত ৩টে নাগাদ যাদবপুর থানার পুলিশ এসে পৌঁছয়।

পুলিশের গাড়িতে বসেও ওই দুই যুবকের বিরুদ্ধে অশ্লীল গালিগালাজের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিনেত্রী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর মেডিক্যাল করানো হলে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। জানা গিয়েছে, ওই দুই যুবকের বাড়ি বাঁশদ্রোণীতে। এদিকে দুই অভিযুক্ত পালটা অভিনেত্রীর দুই বন্ধুর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন। তবে সেটা 'ভুয়ো' বলেই দাবি করেছেন অভিনেত্রী। তবে হুমকি দেওয়া দুই যুবককে আটক করে জেরা করছে পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেলিপর্দার অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ।
  • অভিনেত্রীকে অ্যাসিড ছোড়া, কিডন্যাপ করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
  • মারধর করার অভিযোগও উঠেছে। ভোররাত ৩টে নাগাদ যাদবপুর থানার পুলিশ এসে পৌঁছয়।
Advertisement