shono
Advertisement

বর্ষায় ফটোগ্রাফারদের প্রিয় সাত গন্তব্য

বৃষ্টি ভেজা সেসব ল্যান্ডস্কেপ ক্যামেরাবন্দি করতে মুখিয়ে থাকেন তাঁরা৷ বর্ষাকালে দেশের কোন কোন অঞ্চল ছবির মতো সেজে ওঠে জানেন? জানলে আপনিও ছবি না তুলে থাকতে পারবেন না৷ The post বর্ষায় ফটোগ্রাফারদের প্রিয় সাত গন্তব্য appeared first on Sangbad Pratidin.
Posted: 05:05 PM Jul 17, 2016Updated: 04:34 PM Feb 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগ্রার তাজমহল বা দার্জিলিংয়ের টাইগার হিল থেকে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা৷ এসব জায়গা ফটোগ্রাফারদের ‘অলটাইম ফেভরিট’৷ কখনও পাহাড় ঝরনা দিয়ে সাজানো প্রকৃতির খোঁজে তো কখনও আবার ইতিহাসকে জীবন্ত করে তোলার নেশায় ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন চিত্রগ্রাহকরা৷ শুধু পেশাই নয়, ছবি তোলার নেশাও মানুষকে হাত ধরে টেনে নিয়ে যায় সুন্দর অজানা পুরীতে৷ তাজমহল বা কাঞ্চনজঙ্ঘা বাদ দিলেও বর্ষায় বেশ কিছু জায়গা আকর্ষণ করে ফটোগ্রাফারদের৷ বৃষ্টি ভেজা সেসব ল্যান্ডস্কেপ ক্যামেরাবন্দি করতে মুখিয়ে থাকেন তাঁরা৷ বর্ষাকালে দেশের কোন কোন অঞ্চল ছবির মতো সেজে ওঠে জানেন? জানলে আপনিও ছবি না তুলে থাকতে পারবেন না৷

Advertisement

১. দেবপ্রয়াগ, উত্তরাখণ্ড
আপনি যদি ল্যান্ডস্কেপের ভক্ত হন, তবে এই স্থানের প্রেমে পড়তেই হবে৷ অলোকনন্দা ও ভাগীরথী নদীর মোহনার ছবি দেখলে মনে হবে শিল্পীর কল্পনার বাস্তব রূপ৷ বর্ষাকালে এর শোভা যেন আরও কয়েকগুণ বেড়ে যায়৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ভক্তরা ভিড় জমান এখানে৷


২. মালশেজ ঘাট, মহারাষ্ট্র
পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে রাস্তা৷ একদিকে খাড়া পাহাড় আর উল্টো দিকে খাদ৷ মধ্যে বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে গাড়ির কাচ বন্ধ করে এগিয়ে চলেছেন আপনি৷ হঠাৎ দেখলেন পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝরনা৷ ব্যাগ থেকে ক্যামেরাটা বের না করে কি আর থাকা যায় তখন? গাড়ির কাচটা অল্প নামিয়ে চটপট ক’টা ছবি তুলে ফেলতে পারেন৷ রাস্তা সচরাচর ফাঁকাই থাকে৷ তাই গাড়ি থামানোর জন্য পিছন থেকে হর্নের তাড়া খাওয়ার সম্ভাবনাও কম৷ পাহাড় আর ঝরনা ছাড়াও এই স্থান বিভিন্ন ধরনের পাহাড়ি পাখি ও ফুলের ছবি তোলার জন্য আদর্শ৷


৩. শোজা, হিমাচল প্রদেশ
সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ৮ হাজার ফুট উঁচুতে হিমালয়ের কোলে অবস্থিত শোজায় জনবসতি বেশ কম৷ ছোট্ট এই শহরের সৌন্দর্য ফ্রেমবন্দি করে রাখার মতো৷ পাহাড় আর জঙ্গলের মাঝে অবস্থিত শহরটির এখন নয়া আকর্ষণ ট্রেকিং৷


৪. বিষ্ণুপুর, পশ্চিমবঙ্গ
ঘরের পাশেই বিষ্ণুপুরে হয়তো আগেও গিয়েছেন৷ কিন্তু বর্ষাকালে গিয়েছেন কি? যদি না গিয়ে থাকেন, তবে নিঃসন্দেহে এর আসল সৌন্দর্য মিস করেছেন৷ বৃষ্টিতে ভিজে বিষ্ণুপুর হয়ে ওঠে আরও রঙিন৷ অন্যরকম বিষ্ণুপুরের অ্যালবাম বানাতে দু’দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়ুন৷


৫. জিরো, অরুণাচল প্রদেশ
বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থানগুলির একটি৷ পাহাড়ের কোলে ধানের ক্ষেত দেখার লোভে এখানে ভিড় জমান পর্যটকরা৷ জিরোর পাইন গাছের সারি ফটোগ্রাফারদের নজর কাড়তে প্রতিবারই সফল হয়৷ বর্ষাকালে এই জায়গা যেন আরও সুজলা-সুফলা হয়ে ওঠে৷


৬. মাজুলি, অসম
ব্রহ্মপুত্র নদের বুকে এক টুকরো দ্বীপ হল মাজুলি৷ যার আয়তন ১২৫০ বর্গ কিলোমিটার৷ বর্ষাকালে এই দ্বীপে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সারাজীবন মনে রাখার মতো৷ পড়ন্ত রোদের রঙ চোখে না দেখলে বিশ্বাস হবে না৷


৭. মুন্নার, কেরল
কেরলের ইদুক্কির জেলার এক পাহাড়ি এলাকা মুন্নার৷ দেশের অন্যতম সেরা চা বাগানটি রয়েছে এখানেই৷ মেঘলা আকাশে রোদের ঝিকিমিকি ক্যামেরাবন্দি না করলে ফটোগ্রাফার হওয়াটাই যেন অপূর্ণ থেকে যাবে৷


আর কী! ড্রয়িং রুমের ছবিগুলো পাল্টে ফেলার সময় এসে গিয়েছে!

The post বর্ষায় ফটোগ্রাফারদের প্রিয় সাত গন্তব্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement