Advertisement
পল্লবী একা নন, গত ২ বছরে অভিনয় জগতের এই ৯ মৃত্যু ঘিরে আজও রহস্য
মানসিক অবসাদ, প্রেমের সম্পর্ক নাকি কেরিয়ারে অনিশ্চয়তা! নেপথ্যের কারণ কী?
পল্লবী দে- রবিবার সকালে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ। এই ফ্ল্যাটে প্রেমিক সাগ্নিকের সঙ্গেই লিভ ইন সম্পর্কে থাকতেন তিনি। ইতিমধ্যেই সাগ্নিক ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন পল্লবীর মা ও বাবা। সত্যিই কী খুন হয়েছেন পল্লবী, নাকি আত্মহত্যা? রহস্য কিন্তু রয়েই গেল!
সুশান্ত সিং রাজপুত- ২০২০ সালের ১৪ জুন ঠিক এভাবেই নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। সুশান্তের মৃত্যুর সঙ্গেও একে একে যোগ হয়েছিল নানা রহস্য। কেউ মনে করেছিলেন মানসিক অবসাদের ফল, কেউ কেউ মনে করেছিলেন বলিউডের নোংরা রাজনীতির কারণেই আত্মঘাতী হন সুশান্ত। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে খুনের অভিযোগও ওঠে। দুবছর হয়ে গেল। তবুও সুশান্তের মৃত্যু রহস্যের জট এখনও কাটেনি।
সমীর শর্মা- সুশান্ত সিং রাজপুতের মতোই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মুম্বইয়ের জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা (Sameer Sharma)। টেলিভিশন জগতের একসময়কার চেনা মুখ। হলেও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করতেন সমীর। ২০২০ সালের ৬ আগস্ট মুম্বইয়ে অভিনেতার বাসভবন থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে মালাড পুলিশ। ‘কাহানি ঘর ঘর কি’, ‘ইস প্যায়ার কো কেয়া নাম দু’, ‘কিউ কি সাঁস ভি কভি বহু থি’ থেকে ‘ইয়ে রিস্তে হ্যায় প্যায়ার কে’ সিরিয়ালে ‘কুহু’র বাবার চরিত্র, বেশ খ্যাতি অর্জন করেছিলেন ছোটপর্দার এই অভিনেতা।
আশুতোষ ভাকরে: ৩০ জুলাই, ২০২০ মহারাষ্ট্রের নানদেড়ের বাড়িতেই আত্মহত্যা করেন মারাঠি অভিনেতা আশুতোষ ভাকরে। সূত্রের খবর, সন্ধে নাগাদ অভিনেতা নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। নানদেড়ের গণেশ নগর এলাকায় তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে আশুতোষকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁর মা-বাবা। জানা গিয়েছিল, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন আশুতোষ।
সিয়া কক্কর-- ২৫ জুন, ২০২০ সালে নয়াদিল্লিতে নিজের বাড়িতে আত্মঘাতী হন ১৬ বছরের টিকটক স্টার সিয়া কক্কর। তাঁর মৃত্যু ঘিরেও রয়েছে রহস্য। অনেকের মতে, জনপ্রিয়তা হারানোর ভয়েই নাকি আত্মহননের পথ নিয়েছেন সিয়া।
আরিয়া বন্দ্যোপাধ্যায়- ২০২০ সালে ১১ ডিসেম্বর, দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের ফ্ল্যাট থেকে অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হয়েছিল। বিখ্যাত সেতার বাদক প্রয়াত পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের কন্যা আরিয়া। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। বলিউড ছবি লাভ সেক্স অউর ধোকা (LSD) এবং বিদ্যা বালানের ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে অভিনয় করেন তিনি। এছাড়াও ‘সাবধান ইন্ডিয়া’র মতো জনপ্রিয় টেলিভিশন ক্রাইম শোয়েও দেখা গিয়েছে তাঁকে। আরিয়ার মৃত্যুর কারণ নিয়েও রয়েছে ধোঁয়াশা।
আশিস বসরা- ২০২০ সালে নভেম্বর মাসে হিমাচল প্রদেশের প্রাইভেট কমপ্লেক্সে উদ্ধার অভিনেতা আসিফ বসরার (Asif Basra) ঝুলন্ত দেহ। শোনা যায়, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেন অভিনেতা। তবে সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।
ভি জে চিত্রা- ২০২০ সালে ডিসেম্বর মাসে চেন্নাইয়ের এক হোটেল থেকে উদ্ধার হয় তামিল টেলিভিশন অভিনেত্রী ভি জে চিত্রার (VJ Chithra) দেহ। চিত্রার সঙ্গে হোটেলে ছিলেন তাঁর হবু স্বামী হেমন্ত। খুন নাকি আত্মহত্যা? এই নিয়েও রয়েছে ধোঁয়াশা। তদন্তে উঠে আসে আত্মহত্যার প্ররোচনা দিতেন অভিনেত্রীর স্বামী। গ্রেফতারও করা হয় তাঁর স্বামীকে।
সাহানা- রহস্যজনক মৃত্যু হল কেরলের মডেল অভিনেত্রী সাহানার। বৃহস্পতিবার রাতে তাঁর নিজের ফ্ল্যাটের জানলার রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল অভিনেত্রীর মৃতদেহ। তাঁর স্মামী সাজ্জাদ এখন রয়েছেন পুলিশি হেফাজতে। ঘটনাটি ঘটে ১৪ মে।
আলেকজান্দ্রা জ্যাভির- গোয়ার বাড়ি থেকে উদ্ধার হয় জনপ্রিয় তামিল ছবি ‘কাঞ্চনা থ্রি‘র অভিনেত্রী ২৪ বছরের আলেকজান্দ্রা জ্যাভির মরদেহ। ২০২১ সালের আগস্ট মাসে অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে গোয়া পুলিশ। পুলিশের অনুমান অভিনেত্রী আলেকজান্দ্রা আত্মহত্যাই করেছেন। তবে মৃতদেহের পাশ থেকে বা বাড়ি থেকে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পুলিশের হাতে আসেনি।
Published By: Akash MisraPosted: 08:54 PM May 16, 2022Updated: 08:54 PM May 16, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
