Advertisement
ধোনি থেকে রোহিত, আইপিএলে কমলা টুপি জেতেননি যে রানের রাজারা
দেখে নিন আর কারা আছেন এই তালিকায়।
বীরেন্দ্র শেহওয়াগ: অন্যতম বিস্ফোরক ওপেনার তিনি। আইপিএলে বেশ কয়েকটি বিস্ফোরক ইনিংস খেলেছেন বটে। তবে কখনও রান সংগ্রাহকের তালিকার শীর্ষে থাকতে পারেননি। তাই কমলা টুপিও জেতেননি।
গৌতম গম্ভীর: ধারাবাহিকভাবে আইপিএলে ভালো খেলেছেন। তাঁর নেতৃত্বে কেকেআর দু'বার আইপিএল শিরোপা জিতেছে। কিন্তু এতসবের পরেও কখনও কমলা টুপি জিততে পারেননি।
সুরেশ রায়না: তাঁকে বলা হয় 'মিস্টার আইপিএল'। চেন্নাই সুপার কিংসে তাঁর অবদান অপরিসীম। সিএসকে'র হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। তবে কখনও অরেঞ্জ ক্যাপ পাননি।
রোহিত শর্মা: আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক তিনি। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫টি আইপিএল ট্রফি জয়ী হয়েছে। যদিও কখনও অরেঞ্জ ক্যাপ জিততে পারেননি।
শিখর ধাওয়ান: আইপিএলের অভিজ্ঞ ওপেনারদের একজন তিনি। একাধিক রেকর্ড রয়েছে তাঁর নামের পাশে। তবুও কখনও কমলা টুপি জেতেননি।
মণীশ পাণ্ডে: আইপিএলে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার তিনি। যদিও ধারাবাহিকতায় ভুগতে দেখা গিয়েছে তাঁকে। কখনও জেতেননি অরেঞ্জ ক্যাপ।
অজিঙ্ক রাহানে: টেকনিক্যালি খুবই পারফেক্ট তিনি। খেলেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। ধারাবাহিকভাবে রান করলেও কমলা টুপি জয়ের স্বাদ পাননি কখনও।
মহেন্দ্র সিং ধোনি: চেন্নাই সুপার কিংসে নেতৃত্ব দিয়ে ৫টি আইপিএল শিরোপা জিতেছেন। বহু ম্যাচই একক দক্ষতায় জিতিয়েছেন। তবে, তাঁর মাথায় কখনও ওঠেনি কমলা টুপি। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে নামেন মাহি। হয়তো এই কারণেই ছোঁয়া হয়নি এই কৃতিত্ব।
Published By: Prasenjit DuttaPosted: 06:56 PM May 16, 2025Updated: 06:56 PM May 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
