Advertisement
দিল্লির কর্তব্যপথে ঝাঁ চকচকে আলোকসজ্জা, আয়োজন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের
ইন্ডিয়া গেটের নেতাজি মূর্তিও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র।
আনুষ্ঠানিক সূচনার পর সেজে উঠেছে দিল্লির কর্তব্য পথ। সুসজ্জিত আলোকসজ্জায় সাজানো হয়েছে গোটা ইন্ডিয়া গেট চত্বর। ছবি: সোমনাথ রায়
নতুন মোড়কে উন্মোচিত কর্তব্য পথ এবং সেন্ট্রাল ভিস্তা প্রকল্প দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। স্থানীয় ফেরিওয়ালাদের অবশ্য ইন্ডিয়া গেটের আশপাশে ঢুকতে দেওয়া হয়নি। তারা ঢোকার অনুমতি পাবেন সোমবার থেকে। ছবি: সোমনাথ রায়
কর্তব্য পথের সঙ্গেই ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তির উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়া গেটে সেই মূর্তি দেখতেও ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ছবি: সোমনাথ রায়
কর্তব্য পথের সূচনার পর কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনদিন এই অনুষ্ঠান চলবে। ছবি: সোমনাথ রায়
Published By: Subhajit MandalPosted: 09:19 PM Sep 09, 2022Updated: 09:19 PM Sep 09, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
