Advertisement
শাড়িতেই কান চলচ্চিত্র উৎসবের রেডকার্পেটে দীপিকা, নজর কাড়লেন মাধবন-তমান্নারাও
এবার চলচ্চিত্র উৎসবের ‘কান্ট্রি অফ অনার’ হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে।
৭৫তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ভারতীয় তারকারা। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিলেন আর মাধবন, শেখর কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকি, রিকি কেজ, প্রসুন যোশী এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।
উৎসবের ন’জন জুরি বা বিচারকের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। শাড়িতেই কানের রেডকার্পেটে নজর কাড়লেন বলিউডের 'মস্তানি'।
কালো স্যুট পরে রেড কার্পেটে দেখা যায় আর মাধবনকে। 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' ছবির প্রিমিয়ার উপলক্ষ্যেই কান উৎসবে যোগ দিয়েছেন তিনি।
দাক্ষিণাত্যের পাশাপাশি বলিউডেও জনপ্রিয় তমান্না ভাটিয়া। সাদা-কালো গাউনে কানের রেডকার্পেটে দেখা যায় অভিনেত্রীকে।
Published By: Suparna MajumderPosted: 11:24 AM May 18, 2022Updated: 03:24 PM May 18, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
