Advertisement
IPL নিলামে রেকর্ড দামে বিকোলেন ঈশান কিষান, দেখে নিন ১০ কোটির বেশি দাম পেলেন কারা
১০ কোটির তালিকায় একগুচ্ছ ভারতীয় তারকা।
গত মরশুমে মুম্বইয়ের জার্সিতে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ঈশান কিষান। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেলেন ভারতীয় ওপেনার। দীর্ঘক্ষণ দড়ি টানাটানির পর ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় ঈশানকে ধরে রাখল মুম্বই। যুবরাজ সিংয়ের পর আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা পেলেন তিনি।
ইয়ন মর্গ্যানের পর নয়া অধিনায়কের খোঁজে ছিল কেকেআর। আর কিং খানের দলের পছন্দের তালিকায় উঠে এসেছিল শ্রেয়স আইয়ারের নাম। তাই এদিন মেগা নিলামে যেনতেন প্রকারে তাকে নেওয়ার চেষ্টা চালায় কেকেআর। শেষমেশ বাকিদের পিছনে ফেলে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ককে দলে নেয় কলকাতা ফ্র্যাঞ্চাইজি।
গত মরশুমে আরসিবির জার্সিতেই পার্পল ক্যাপ উঠেছিল তাঁর মাথায়। সেই হর্ষল প্যাটেলকে আবারও রেখে দিতে সফল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১০ কোটি ৭৫ লক্ষের বিনিময়ে এবার আইপিএলে খেলবেন তিনি।
আইপিএলে ঘর গোছানোর সময় অবশ্যই মাথায় রাখতে হয় অলরাউন্ডারের কথা। আর সেই তালিকায় অন্যতম উজ্জ্বল নাম ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাই শ্রীলঙ্কান অলরাউন্ডারকে মোটা অঙ্কের অর্থ দিয়ে ধরে রাখল আরসিবি। আসন্ন মরশুমে খেলার জন্য তিনি পাবেন ১০ কোটি ৭৫ লক্ষ টাকা।
২০১৯ থেকে খেলছিলেন পাঞ্জাব কিংসের হয়ে। এবার উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরান ১০ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে চাপাতে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সি।
জাতীয় দলের জার্সিতে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে রয়েছেন দীপক চাহার। আর তাই আইপিএলেও চড়া দর পেলেন তিনি। আবারও চেন্নাই সুপার কিংসের জার্সিতেই খেলবেন তিনি। এবার তিনি বিক্রি হলেন ১৪ কোটিতে।
Published By: Sulaya SinghaPosted: 06:21 PM Feb 12, 2022Updated: 06:38 PM Feb 12, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
