Advertisement
অমিতাভ-নাসিরউদ্দিনের সঙ্গে কাজ, 'মির্জাপুর' মাতালেন বাঙালি কন্যা
'কালিন ভাইয়া', 'গুড্ডু পণ্ডিত'দের সঙ্গেই নজর কেড়েছেন ইনি।
বাংলার মেয়েরা কিন্তু মুম্বইয়ে চুটিয়ে অভিনয় করছেন। এই যেমন 'মির্জাপুর' মাতালেন অনংশা বিশ্বাস। 'কালিন ভাইয়া', 'গুড্ডু পণ্ডিত'দের সঙ্গেই জরিনা হয়ে নজর কাড়লেন তিনি।
১৯৯০ সালে জন্ম অনংশার। এই কলকাতাতেই তাঁর বেড়ে ওঠা। স্কুল-কলেজ পাশ করা। অভিনয়ই বঙ্গতনয়ার ধ্যান-জ্ঞান। আর তার সৌজন্যেই মুম্বই সফর শুরু।
সুধীর মিশ্র পরিচালিত 'খোয়া খোয়া চাঁদ' ছবিতে অভিনয় করেছিলেন অনংশা। এর পর অমিতাভ বচ্চন, কিচ্চা সুদীপ, রীতেশ দেশমুখ অভিনীত 'রণ' সিনেমায় দেখা যায় অভিনেত্রীকে।
মুম্বইয়ের থিয়েটার জগতেও সুনাম রয়েছে অনংশার। নাসিরউদ্দিন শাহ, বেঞ্জামিন গিলানি, শেফালি শাহ, আকাশ খুরানার মতো অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি।
Published By: Suparna MajumderPosted: 12:31 PM Jul 10, 2024Updated: 12:58 PM Jul 10, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
