Advertisement
G-20 সম্মেলন ভারতের সাফল্য, বিজেপি সদর দপ্তরে মোদিকে সংবর্ধনা, ভাসলেন পুষ্পবৃষ্টিতে
দেখুন প্রধানমন্ত্রীকে সংবর্ধনার ছবি।
সদ্য দেশের মাটিতে শেষ হয়েছে G-20 সম্মেলন। আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে সফল ভারত। সম্মেলন শেষে প্রথমবার দিল্লির বিজেপি সদর দপ্তরে নরেন্দ্র মোদি।
গাড়ি থেকে নেমে সকলের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
Published By: Paramita PaulPosted: 10:39 PM Sep 13, 2023Updated: 10:45 PM Sep 13, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
