Advertisement
দেব 'ভীম', যিশু 'কৃষ্ণ', জিৎ 'দুর্যোধন'! সংবাদ প্রতিদিন-এর চোখে টলিউডে 'মহাভারত', দেখুন
'সংবাদ প্রতিদিন ডিজিটাল'-এর ভাবনা আপনাদের কেমন লাগল? জানান কমেন্ট করে।
টলিউডে যদি মহাভারত হত, তাহলে কেমন হত? ঋতুপর্ণ ঘোষ ভেবেছিলেন। কিন্তু তাঁর অকালপ্রয়াণে সেই কাজ অসমাপ্তই রয়ে গিয়েছে। তবে বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে যদি আজকের দিনে কোনও পরিচালক 'মহাভারত' করতেন, তাহলে কাকে কোন চরিত্রে বেছে নিতেন, সেটা জানা নেই। তবে AI-এর হাত ধরে সংবাদ প্রতিদিন একটা ছোট্ট প্রয়াস করল। ভীষ্মের চরিত্রে মিঠুন চক্রবর্তী। (গ্রাফিক্স- অরিত্র দেব)
কুন্তীর ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর ব্যক্তিত্ব এবং অভিনয় দক্ষতায় এই চরিত্রে মানাবে বলেই আমাদের ধারণা। (গ্রাফিক্স- অরিত্র দেব)
তিনি যেমন ইন্ডাস্ট্রির বর্তমান প্রজন্মের অভিভাবক, তেমন পঞ্চপাণ্ডবের বড় দাদা হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছে। (গ্রাফিক্স- অরিত্র দেব)
ভীম অবতারে দেব। 'গোলন্দাজ', 'বাঘাযতীন', 'রঘু ডাকাত' একাধিক চরিত্রকে দেবের কাস্টিংয়ের নেপথ্যে তাঁর শারীরিক গড়ন। তাই আজকের দিনে মহাভারত হলে তাঁকে ভীমের চরিত্রে দেখতে যে মন্দ লাগত না, তা বলাই বাহুল্য। (গ্রাফিক্স- অরিত্র দেব)
Published By: Sandipta BhanjaPosted: 08:50 PM Aug 02, 2023Updated: 09:15 PM Aug 02, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
