Advertisement
কৃষভির তখন সবে সাত মাস, সোহাগে-আদরে শ্রীময়ীকে সাধ দেন কাঞ্চন
একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
অন্নকূটের দিন কৃষভির মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। অভিনেতা-বিধায়ক কাঞ্চনের ঘরে এসেছে লক্ষ্মী। তার আগে কাকপক্ষীও টের পায়নি শ্রীময়ীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর।
তবে এখন আর কোনও রাখঢাক নেই। শনিবার নিজের সাধ অনুষ্ঠানের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রীময়ী। অভিনেত্রী তখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
কাছের মানুষরাই হাজির ছিলেন শ্রীময়ীর সাধ অনুষ্ঠানে। সোহাগে-আদরে স্ত্রীকে সাধ দেন কাঞ্চন। ছবি দেখে যা বোঝা যাচ্ছে, সাত রকমের ভাজা, তরকারি, চাটনি, মিষ্টির আয়োজন করা হয়েছিল।
বিয়ের ৯ মাস পূর্তিতে মা হয়েছেন শ্রীময়ী। সংসারে লক্ষ্মীর আগমনের উচ্ছ্বসিত কাঞ্চন। তারকা দম্পতি দুজনই কৃষ্ণভক্ত। সেই কারণেই মেয়ের নাম রেখেছেন কৃষভি।
Published By: Suparna MajumderPosted: 08:57 PM Nov 09, 2024Updated: 09:09 PM Nov 09, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
