Advertisement
প্রলয় রুখতে বন্ধ হোক প্লাস্টিকের ব্যবহার, দূষণমুক্ত বিশ্বের ডাক দক্ষিণ কলকাতার এই পুজোয়
থিমের পোশাকি নাম 'উৎসরণ।'
প্লাস্টিকে বাড়ছে দূষণ। বিধ্বস্ত হচ্ছে পরিবেশ। নষ্ট হচ্ছে ভারসাম্য। এবার সেই ছবিই ফুটে উঠতে চলেছে পূর্বাচল শক্তি সংঘে।
দক্ষিণ কলকাতার এই পুজোকে এবার নিজের ভাবনায় সাজিয়ে তুলছেন শিল্পী অনির্বাণ দাস। থিমের পোশাকি নাম 'উৎসরণ।'
বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে ভূমিধসের পরিমাণ অনেকটাই বেড়েছে। জলে তলিয়ে যাচ্ছে বাড়ি-ঘর, সাধারণের সংসার। গাছের অপ্রতুলতার এর প্রাথমিক কারণ। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার। সমীক্ষা বলছে, এমনটা হলে ২০৫০ সালের মধ্যে হয়তো সামুদ্রিক প্রাণীর চেয়ে বেশি পরিমাণে ভাসতে দেখা যাবে প্লাস্টিক।
Published By: Sulaya SinghaPosted: 05:22 PM Sep 10, 2022Updated: 05:22 PM Sep 10, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
