shono
Advertisement

গোল রুটি বানানোর চেষ্টা ছোট্ট জিবার, হইচই নেটদুনিয়ায়

দেখে নিন সেই মুহূর্তের ভিডিও। The post গোল রুটি বানানোর চেষ্টা ছোট্ট জিবার, হইচই নেটদুনিয়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:29 PM Nov 25, 2017Updated: 04:27 PM Sep 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা দেশের অন্যতম সেরা অধিনায়কের মধ্যে একজন। দেশের জার্সিতে জিতেছেন বিশ্বকাপ। আর এহেন বাবার মেয়ে যে বিখ্যাত হবে, সেটা আর বলার অপেক্ষায় রাখে না। কথা হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিবার। নেট দুনিয়ায় যে এখন রীতিমতো সেলিব্রিটি। বাবার খেলার ভিডিওর মতোই জিবার ছোট্ট ছোট্ট কাণ্ডকারখানার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সামনে এসেছে সেরকমই একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ছোট্ট জিবা এই বয়সেই রুটি তৈরি করতে পারদর্শী হয়ে উঠছে।

Advertisement

[আম আদমির মতোই লাইনে দাঁড়িয়ে রাহুল দ্রাবিড়, কুর্নিশ নেটদুনিয়ার]

রুটি তৈরি করার কথা শুনলেই অনেকেরই গায়ে জ্বর আসে। আটার দলা থেকে গোল করে রুটি বানানোটাই অনেকের কাছে কঠিন। কেউ পারেন কেউ পারেন না। এজন্য অনেকেই ‘রুটি মেকার’ বা ওই জাতীয় কিছুর সাহায্য নিয়ে থাকেন। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে ছোট জিবা বেলন চাকি দিয়েই রুটি বানানোর চেষ্টা করছে। পুরোপুরি সফল না হলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তার এই ভিডিওটি। অনেকেই তার এই প্রয়াসের প্রশংসা করেছেন।

Round round Roti !

A post shared by ZIVA SINGH DHONI (@zivasinghdhoni006) on

এর আগেও একাধিক বার খবরের শিরোনামে এসেছে জিবা। কখনও বাবার সঙ্গে আবার কখনও বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে খুনসুটি করে খবরের শিরোনামে এসেছে সে। এর আগে ‘আম্বালাপুঝাই উন্নিকান্নানডু নে’ নামে একটি বিখ্যাত গান গেয়েছিল সে। সেই ভিডিওটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে, কেরলের আলাপ্পুঝা জেলার আম্বালাপুঝা শ্রীকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষ তাকে আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত কৃষ্ণ উৎসবের জন্য আমন্ত্রণও জানিয়েছে। এদিকে, এখনও কাশ্মীরেই রয়েছেন ধোনি। রবিবার বারামুল্লা জেলার কুনজার ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত থাকবেন তিনি। ওখানে অনুষ্ঠিত চিনার ক্রিকেট প্রিমিয়াম লিগ ২০১৭ সালের ফাইনালে প্রধান অতিথি প্রাক্তন ভারত অধিনায়কই।

[একদিনের ম্যাচে মাত্র ২ রানেই অলআউট গোটা টিম!]

The post গোল রুটি বানানোর চেষ্টা ছোট্ট জিবার, হইচই নেটদুনিয়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার