সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জন্য প্রাথমিকভাবে ২৩ জনের দল ঘোষণা করেছেন সিনিয়র ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। অথচ সেই দলে সুযোগ পেলেন না আইএসএলের সেরা গোলরক্ষক বিশাল কাইথ। সেমিফাইনালে হায়দরাবাদের পেনাল্টি আটকে দিয়ে মোহনবাগানকে ফাইনালে তুলেছেন বিশাল। সবুজ মেরুনের হয়ে গোল করেছেন প্রীতম কোটাল। জাতীয় দলের হয়েও নিয়মিত খেলেছেন এই বাঙালি ডিফেন্ডার। অথচ তাঁরাই প্রাথমিক দলে সুযোগ পেলেন না।
স্টিমাচ যে প্রাথমিক দল ঘোষণা করেছেন, সেই দলে মোহনবাগান (Mohun Bagan) থেকে সুযোগ পেয়েছেন মাত্র দু’জন ফুটবলার। মণিপুরে ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। চলবে ২৮ মার্চ পর্যন্ত। ভারত ছাড়া এই টুর্নামেন্টে খেলবে মায়ানমার এবং কিরগিজ রিপাবলিক। এই প্রতিযোগিতার জন্য ১৫ মার্চ থেকে কলকাতায় প্রস্তুতি শিবির স্থাপন করা হয়েছে। পাঁচদিনের প্রস্তুতি শিবির শেষে ভারতীয় দল ইম্ফল রওনা হবে। প্রাথমিক দলে সুযোগ পাওয়া ফুটবলারদের মধ্যে ১৪ জন বুধবার প্রস্তুতি শিবিরে যোগ দেবেন। বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান থেকে সুযোগ পাওয়া বাকি ন’জন ফুটবলার আইএসএল ফাইনালের পর অর্থাৎ ১৯ মার্চ প্রস্তুতি শিবিরে যোগ দেবেন।
[আরও পড়ুন: দেশে শিক্ষিত প্রধানমন্ত্রীর প্রয়োজন, ভোটমুখী মধ্যপ্রদেশে মোদিকে খোঁচা কেজরির]
ঘোষিত ২৩ ফুটবলারের মধ্যে মোহনবাগান থেকে সুযোগ পেয়েছেন গ্লেন মার্টিন্স এবং মনবীর সিং। এই ২৩ ফুটবলারের পাশাপাশি আরও ১১ জন রিজার্ভ ফুটবলারের নাম ঘোষণা করেছেন স্টিমাচ। সেই দলে মোহনবাগান থেকে আছেন পাঁচজন ফুটবলার। জানানো হয়েছে, ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য ২৩ জনের চূড়ান্ত তালিকা আইএসএল ফাইনালের পর ঘোষণা করা হবে।
প্রাথমিক ২৩ জনের ঘোষিত দল:
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, পূর্বা লাচেংপা, অমরেন্দ্র সিং, ডিফেন্ডার: সন্দেশ জিঙ্ঘান, রোশন সিং, আনোয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেনসানা, রাহুল ভেকে, মেহতাব সিং, গ্লেন মার্টিন্স, মিডফিল্ডার: সুরেশ ওয়াংজাম, রোহিত কুমার, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, ঋত্বিক দাস, জিকসন সিং, লালিনজুয়ালা ছাংতে, বিপিন সিং, ফরোয়ার্ড: মনবীর সিং, সুনীল ছেত্রী, শিবশক্তি নারায়ণন।
রিজার্ভ তালিকা:
গোলরক্ষক: বিশাল কাইথ, প্রভুসুখন গিল, ডিফেন্ডার: শুভাশিস বসু, প্রীতম কোটাল, আশিস রাই, নরেন্দ্র গেহলট, মিডফিল্ডর: লিস্টন কোলাসো, নিখিল পুজারি, আবদুল সামাদ, নাওরেম মহেশ সিং, ফরোয়ার্ড: ঈশান পণ্ডিতা।