shono
Advertisement
Mexico

মেক্সিকোতে ভেঙে পড়ল পেস্ট কন্ট্রোল বিমান, মৃত্যু ৩ আধিকারিকের

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 10:47 AM Jun 08, 2025Updated: 10:56 AM Jun 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ মেক্সিকোর চিয়াপাসে  ভেঙে পড়ল একটি পেস্ট কন্ট্রোল বিমান। শুক্রবার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন আধিকারিকের। কিন্তু কীভাবে বিমানটি আচমকা ভেঙে পড়ল , তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

মেক্সিকো এবং পার্শ্ববর্তী প্রদেশগুলিতে বহুদিন ধরেই  ‘স্ক্রুওয়ার্ম’ নামে এক ধরণের পরজীবী মাছির উপদ্রব বেড়ে গিয়েছে। এই মাছিগুলি মূলত গবাদি পশুর শরীরে বাসা বাঁধে এবং রক্ত শোষণ করে। একটা সময় পর ওই গবাদি পশুদের মৃত্যু হয়। এই ‘স্ক্রুওয়ার্ম’-এর ফলেই মেক্সিকো থেকে গবাদি পশু আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার চাপেই সম্প্রতি ‘স্ক্রুওয়ার্ম’ দমন অভিযান শুরু করেছে মেক্সিকো।   

জানা গিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ১৪ মিনিট নাগাদ তাপাচুলা বিমানবন্দর থেকে বিমানটি রওনা দিয়েছিল। প্রায় পাঁচ ঘণ্টা সফরের পর চিয়াপাস রাজ্যের পাভেনকুলের কাছে বিমান হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মেক্সিকোর বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পেস্ট কন্ট্রোল বিমানটিতে দু’জন পাইটল এবং একজন কৃষিবিজ্ঞানী ছিলেন। দুর্ঘটনায় তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। কিন্তু কী কারণে এরকম ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ মেস্কিকোর তাপাচুলায় ভেঙে পড়ল একটি পেস্ট কন্ট্রোল বিমান।
  • শুক্রবার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন আধিকারিকের।
  • কিন্তু কীভাবে বিমানটি আচমকা ভেঙে পড়ল , তা এখনও স্পষ্ট নয়।
Advertisement