সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিদেশের মাটিতে মৃত্যু ভারতীয় পড়ুয়ার। প্রায় এক মাস নিখোঁজ থাকার স্কটল্যান্ডের নদীতে ভেসে উঠল ওই ছাত্রীর দেহ! শনাক্তকরণের জন্য খবর পাঠানো হয়েছে পরিবারের কাছে। এই মৃত্যুর ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম সান্ত্রা সাজু। তিনি কেরলের বাসিন্দা ছিলেন। পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ে। দুচোখে একরাশ স্বপ্ন নিয়ে বিদেশে এসেছিলেন তিনি। কিন্তু ডিসেম্বর মাসের শুরুতে হঠাৎই নিখোঁজ হয়ে যান সাজু। বহু চেষ্টা করেও মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্কটল্যান্ড পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। তদন্ত নামে পুলিশ।
বহু খোঁজাখুঁজির পর অবশেষে গত ২৭ ডিসেম্বর বছর বাইশের সাজুর দেহ উদ্ধার করা হয়। এক বিবৃতি দিয়ে স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, এডিনবার্গের নিউব্রিজের কাছে এক নদীতে ভাসতে দেখা যায় সাজুর দেহ। পরনের কালো জামা দেখে পুলিশ তাঁকে চিনতে পারে। তবে দেহ শনাক্তকরণের জন্য খবর দেওয়া হয়েছে বাড়িতে। কিন্তু এই ঘটনা কী খুন নাকি আত্মহত্যা?
পুলিশ আরও জানিয়েছে, শেষবার সাজুকে দেখা গিয়েছিল লিভিংস্টনের আলমন্ডভ্যালে এক সুপার মার্কেট। সঙ্গে একটা বড় ব্যাগ ছিল তাঁর। পরনে ছিল কালো হুডি। ওই সুপার মার্কেট থেকে সাজু আর কোথাও কোথাও গিয়েছিল তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ চলছে বন্ধু-বান্ধবদেরও। মেয়ের দেহ শনাক্ত করার জন্য স্কটল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন সাজুর বাবা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।