shono
Advertisement
Bangladesh

চাহিদা তুঙ্গে, এবার বাংলাদেশ থেকে ১০০০ টন ইলিশ কিনবে চিন

এনিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:59 PM Feb 28, 2025Updated: 08:59 PM Feb 28, 2025

সুকুমার সরকার, ঢাকা: আরও বেশি করে ইলিশের স্বাদ উপভোগ করতে চায় চিন। দেশে এই মাছের চাহিদা তুঙ্গে থাকায় 'রুপোলী শস্য' আমদানি করার জন্য ঢাকার কাছে আগ্রহ প্রকাশ করেছে বেজিং। এনিয়ে ঢাকায় সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রাথমিকভাবে এক হাজার টন ইলিশ কেনার ইচ্ছে প্রকাশ করেছেন ওয়েন। 

Advertisement

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা বলেন, "চিন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধুত্বপ্রতীম দেশ। অধিক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।" পাশাপাশি বাংলাদেশে কৃষি, পরিবহণ, কৃষি-যন্ত্রপাতি ও স্বাস্থ্যসেবা খাতে চিনা বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান জানান তিনি।

বাংলাদেশে চিনা বিনিয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করে শেখ বশিরউদ্দিন বলেন, "এ দেশে ট্রাক উৎপাদন কারখানা স্থাপন এবং কৃষির আধুনিকীকরণে বিনিয়োগ উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে।’এরপর চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "৩০টি চিনা কোম্পানি চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। চিনে ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ রয়েছে।" প্রাথমিকভাবে এক হাজার টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন চিনের রাষ্ট্রদূত। তিনি আরও উল্লেখ করেন, চিন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে এবং বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ বাড়াতে চায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরও বেশি করে ইলিশের স্বাদ উপভোগ করতে চায় চিন।
  • দেশে এই মাছের চাহিদা তুঙ্গে থাকায় 'রুপোলী শস্য' আমদানি করার জন্য ঢাকার কাছে আগ্রহ প্রকাশ করেছে বেজিং।
  • প্রাথমিকভাবে এক হাজার টন ইলিশ কেনার ইচ্ছে প্রকাশ করেছেন ওয়েন। 
Advertisement