সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী সংসর্গের জন্য সব সময়ই শিরোনামে থেকেছেন এলন মাস্ক। চর্চা হয়েছে ধনকুবেরের প্রেমিকাদের নিয়েও। সদ্যই ১৪তম সন্তানের বাবা হয়েছেন টেসলা কর্তা। শিশুপুত্রটির নাম সেলডন লাইসারগাস। তবে জানেন কি খুদের শিকড় পাঞ্জাবে? অর্থাৎ যোগ রয়েছে ভারতের।

এলন ও তাঁর স্ত্রী শিভন জিলসের চতুর্থ সন্তান সেলডন। পুত্রের জন্মের খবর নিজেই এক্স হ্যান্ডলে জানান জিলস। লেখেন, 'আমার ছেলে সোনার মতো হৃদয় নিয়ে বড় হবে।' তবে জিলস ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে খুব একটা পছন্দ করেন না। কিন্তু সন্তান আগমনের সুখবর জানানোর পরই নেটে এলনপত্নীকে নিয়ে সার্চ কয়েকগুণ বেড়ে যায়। অনেকেই উইকিপিডিয়া ঘেঁটে জানতে পারেন জিলসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের শিকড়।
আর এই তথ্যই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। জানা গিয়েছে, জিলসের জন্ম কানাডার অন্টারিওতে। কিন্তু বাবা কানাডার নাগরিক হলেও তাঁর মা কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। তাঁর বেড়ে ওঠা পাঞ্জাবে। ফলে জিলসের শরীরেও রয়েছে ভারতীয় শিকড়। ২০১৫ সালে এক সাক্ষাৎকারে মিশ্র ঐতিহ্যের কথা জানান জিলস। তিনি জানিয়েছিলেন, "আমি পাঞ্জাবিদের মতো বড় বড় চোখ পেয়েছি।" সুতরাং তাঁর সন্তান সেলডনের রক্তেও মিশে রয়েছে ভারতভূমের ছোঁয়া।
প্রসঙ্গত, জিলস প্রথমবার মাস্কের সন্তানের জন্ম দেন ২০২১ সালের নভেম্বরে। যমজ সন্তান স্ট্রাইডার, আজুরের জন্মের কথা সকলকে জানিয়েছিলেন তাঁরা। জিলস ছিলেন মাস্কের সংস্থা নিউরোলিঙ্কের একজন আধিকারিক। এরপর তাঁরা সম্পর্কে জড়ান। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁদের তৃতীয় সন্তান আর্কাডিয়ার জন্ম হয়। এবার জন্ম নিল যুগলের চতুর্থ সন্তান। মাত্র কয়েকদিন আগেই মাস্কের আরেক সন্তানের জন্ম দেন মার্কিন ইনফ্লুয়েন্সার! এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সেই ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। সেখানেই ৩১ বছর বয়সি লেখিকা ও ইনফ্লুয়েন্সার বিস্ফোরক দাবি করেন। জানান, ৫ মাস আগে তিনি এক সন্তানের জন্ম দিয়েছেন। যার বাবা নাকি এক্স কর্তা এলন মাস্ক!