shono
Advertisement
Balochistan

ফের রক্তাক্ত পাকিস্তান! আধাসেনা শিবিরে ফিদায়েঁ হামলা মহিলা বালোচ বিদ্রোহীর, মৃত ৬

রবিবার রাতে এই হামলাটি হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 04:31 PM Dec 02, 2025Updated: 05:03 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালোচিস্তানে পাক আধাসেনার সদরদপ্তরে আত্মঘাতী হামলা চালাল এক মহিলা। তিনি বালোচ লিবারেশন আর্মির সদস্য ছিল বলে জানা গিয়েছে। সেই হামলার পরই আধাসেনার সদরদপ্তরে প্রবেশ করার চেষ্টা করে আরও কয়েকজন বিদ্রোহী। তারপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন বিদ্রোহীর।

Advertisement

জানা গিয়েছে, রবিবার রাতে চাঙ্গাই জেলার নোকুন্ডিতে ফ্রন্টিয়ার কর্পস (এফসি)-এর সদরদপ্তরের প্রধান ফটকের সামনে আত্মঘাতী হামলা চালান ওই বালোচ মহিলা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। হামলার ঠিক পরই আরও কয়েকজন বিদ্রোহী সদরদপ্তরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। তখনই বাধা দেন নিরাপত্তারক্ষীরা। শুরু হয় গুলির লড়াই। দীর্ঘক্ষণ গুলিবৃষ্টি চলার পর অবশেষে মৃত্যু হয় ৬ জন বিদ্রোহীর। তবে ঘটনায় আধাসেনার জওয়ানদের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, আত্মঘাতী ওই বালোচ মহিলার নাম জিনাতা রফিক। ইতিমধ্যেই তাঁর একটি ছবি প্রকাশ্যে এসেছে।

উল্লেখ্য, পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে গত কয়েক দশক ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বালোচিস্তানের বিদ্রোহীরা। গত বছর থেকে সেই দাবিতে সশস্ত্র আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে। পালটা দাঁত-নখ বের করেছে পাক সেনাও। এ বছর জানুয়ারি মাস থেকেই প্রায় ৪৫০ মানুষ প্রাণ হারিয়েছেন বালুচিস্তানে, যাঁদের অধিকাংশই নিরাপত্তাকর্মী। অন্যদিকে, ট্রেন হাইজ্যাকের পাশাপাশি লাগাতার চলছে আত্মঘাতী হামলা। পালটা পাক সেনার বিরুদ্ধে বালোচিস্তানের সাধারন নাগরিকদের বেছে বেছে অপহরণের অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে ফের রক্ত ঝরল বালোচিস্তানে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বালোচিস্তানে পাক আধাসেনার সদরদপ্তরে আত্মঘাতী হামলা চালাল এক মহিলা।
  • তিনি বালোচ লিবারেশন আর্মির সদস্য ছিল বলে জানা গিয়েছে।
  • সেই হামলার পরই আধাসেনার সদরদপ্তরে প্রবেশ করার চেষ্টা করে আরও কয়েকজন বিদ্রোহী।
Advertisement