সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে যখন জি-২০ (G-20 Summit) সম্মেলনে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), তখনই বিদেশ সফরে প্রতিপক্ষ রাহুল গান্ধী (Rahul Gandhi)। ইতিমধ্যে হিন্দুত্ব প্রসঙ্গে প্যারিসে বসে শাসক শিবিরকে তোপ দেগেছেন কংগ্রেস নেতা। এবার দেশের নাম বদল নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন। এই প্রসঙ্গে রবিবার রাহুল বলেন, “ভারতের আত্মাকে আক্রমণ করা হচ্ছে। এর মূল্য চোকাতে হবে ওদের।”
রবিবার প্যারিসের একটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে অংশ নেন রাহুল। সেখানে বলেন, “যাঁরা দেশের নাম বদলাতে চাইছেন, তাঁরা আসলে ইতিহাসকে অস্বীকার করছেন। অসংখ্য মানুষের মূল্যবান অবদানের কথা তুলে ধরতে হবে আমাদের। কেউ যদি দেশের আত্মাকে আক্রমণ করে, তবে যেন উপযুক্ত মূল্য চোকাতে হয় তাঁদের।” পাশাপাশি নাম বিতর্কে রাহুলের বক্তব্য, “সংবিধান অনুযায়ী ভারত এবং ইন্ডিয়া দুটিই সঠিক। সম্ভবত আমরা জোটের নাম ইন্ডিয়া রেখে কেন্দ্রকে অস্বস্তিতে ফেলেছি। সেই কারণেই দেশের নাম বদলাতে চাইছে ওরা। “
[আরও পড়ুন: পণে ফ্রিজ দিতে না পারার শাস্তি! বধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে]
এদিন বিজেপির উগ্র হিন্দুত্ব নিয়েও তোপ দাগেন কংগ্রেস নেতা। প্যারিসে বসে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস (Congress) নেতা বলেন, ”বিজেপির সঙ্গে প্রকৃত হিন্দুত্বের কোনও সম্পর্ক নেই। বিজেপি ক্ষমতা দখলের জন্যই সবকিছু করে। ওরা চায় জাতপাতের ভিত্তিতে সামান্য কিছু মানুষের হাতে ক্ষমতা কুক্ষিগত থাক।” রাহুলের অভিযোগ, বিজেপি ক্ষমতা দখলের জন্য দুর্বলদের উপর সবরকম অত্যাচার করতে পারে।
[আরও পড়ুন: গাড়ি চালানো শেখার সময় শিশুকে পিষে দিল যুবক, রণক্ষেত্র ময়নাগুড়ি]
রাহুলের বক্তব্য, ”উগ্র হিন্দুত্ববাদের সঙ্গে হিন্দু ধর্মের কোনও সম্পর্ক নেই। আমি একাধিকবার গীতা পড়েছি। কোনও হিন্দু ধর্মগ্রন্থে লেখা নেই যে ধর্মের জন্য দুর্বলদের উপর অত্যাচার করতে হবে। ভারতের যে জাতপাত প্রথা আছে, সেটা বজায় রাখার জন্য ওরা সবকিছু করতে পারে।” রাহুলের অভিযোগ, বিজেপির উগ্রতার জন্যই দেশের সব স্বশাসিত সংস্থা আজ বিপদে। এমনকী তাঁর উপরেও আক্রমণ হয়েছে।