shono
Advertisement
Pakistan

শাপে বর! ভূমিকম্পে দেওয়ালে ফাটল, সুযোগ পেয়ে পাকিস্তানে জেল ভেঙে পালাল ২০০ বন্দি

হুড়োহুড়ি করে জেল থেকে পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে খবর।
Published By: Sucheta SenguptaPosted: 04:23 PM Jun 03, 2025Updated: 04:26 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথাতেই আছে, 'কারও পৌষমাস কারও সর্বনাশ।' এই প্রবাদের বাস্তব প্রতিফলন দেখা গেল পাকিস্তানের এক সংশোধনাগারে। সোমবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল করাচি। যার জেরে মালির জেলের দেওয়ালে ফাটল ধরেছিল। আর সেই সুযোগে দেওয়াল ভেঙে পালিয়ে গেল অন্তত ২০০ বন্দি। পালাতে গিয়ে মৃত্যু হয়েছে একজনের। জেল কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। জানা গিয়েছে, বন্দিরা বেশিরভাগ বিচারাধীন ছিল। মাদক মামলায় তাদের বিচার চলছিল। এদের মধ্যে কারও কারও কাউন্সেলিংও হচ্ছিল। কিন্তু একটা ভূমিকম্প অপরাধীদের ফের স্বাভাবিক জীবনে ফেরানোর সেসব মানবিক প্রক্রিয়াকে কার্যত স্তব্ধ করে দিল।

Advertisement

জানা গিয়েছে, করাচির মালির সংশোধনাগারে বহু বিচারাধীন বন্দি ছিল। সোমবার গভীর রাতে এই এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পে। পরপর দু'বার যথাক্রমে ২.৬ এবং ২.৮ মাত্রার কম্পন ধরা পড়ে রিখটার স্কেলে। পুরনো জেলের দেওয়ালে ফাটল ধরে। আর তা আশীর্বাদ স্বরূপ হয়ে এল বন্দিদের জীবনে। ফাটলের সুযোগে দেওয়াল ভেঙে একেবারে বন্দিশালা থেকে পগারপার! ভাঙা জেল পরীক্ষা করে দেখা গিয়েছে, দেওয়ালের পাশাপাশি জেল থেকে বেরনোর জন্য একটি গোপন জানলা ছিল। তাও ভেঙে ফেলা হয়েছে। সাম্প্রতিককালে সে দেশে সংশোধানাগার ভেঙে এত বন্দির পালানোর ঘটনা ঘটেনি বলেই জানাচ্ছে সংশ্লিষ্ট দপ্তর।

মালির জেলের সুপার আরশাদ শাহ জানিয়েছেন, ''অন্তত ২১৬ জন বন্দি পালিয়েছে। হুড়োহুড়িতে একজনের মৃত্যু হয়েছে। বন্দিদের আটকাতে গিয়ে কয়েকজন জেলকর্মীও আহত হয়েছেন।'' জেল ভেঙে পালানোর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বন্দিরা একেবারে দৌড়াদৌড়ি করে রাস্তার ট্রাকে, বাসে উঠে বিজয়োল্লাস করতে করতে চলে যাচ্ছে। এই ঘটনায় পাকিস্তানের মালির জেলের ঢিলেঢালা নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • করাচিতে ভূমিকম্পে জেলের দেওয়ালে ফাটল।
  • সেই সুযোগে জেল ভেঙে পালাল অন্তত ২০০ বন্দি।
Advertisement